কিমের নতুন ক্ষেপণাস্ত্রে চাপা উদ্বেগে আমেরিকা
আমেরিকাকে নিশানায় রেখে ফের কোমর বাঁধছে উত্তর কোরিয়া। সম্প্রতি পিয়ংইয়ং থেকে ফিরে এমনটাই দাবি করলেন রুশ পার্লামেন্টের তিন সদস্যের এক প্রতিনিধি দল।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক মস্কোর এক কর্তা বলেন, ‘‘ক্ষেপণাস্ত্র তৈরির কাজ প্রায় শেষের মুখে। দূরপাল্লার ওই ক্ষেপণাস্ত্র কোথায় এবং কতটা শক্তি-সহ গিয়ে আছড়ে পড়বে, তার একটা প্রাথমিক হিসেবেও কষা হয়ে গিয়েছে।’’
রাশিয়ার এই দাবি সরাসরি না মানলেও, চাপা উদ্বেগের মধ্যে রয়েছে আমেরিকাও। ১০ অক্টোবর কিমের দল ওয়ার্কাস পার্টির প্রতিষ্ঠা দিবস। সেই দিন অথবা তার আগে-পরে পিয়ংইয়ং তাদের নয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা করছে হোয়াইট হাউসের একাংশ।
প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও বারবারই ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়ে আসছেন উত্তর কোরিয়াকে। রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা সত্ত্বেও বেপরোয়া কিমকে ঠেকাতে কেন চিন কোনও পদক্ষেপ করছে না, তা নিয়েও একাধিক বার তোপ দেগেছেন ট্রাম্প। চিন অবশ্য আজ বিবৃতি দিয়ে উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির কড়া নিন্দা করেছে।
এমনকী উত্তর কোরিয়ার উপর আমেরিকা নতুন করে যে সব আর্থিক নিষেধাজ্ঞা চাপাতে চাইছে, তা নিয়েও তাদের কোনও আপত্তি নেই বলে জানিয়েছে বেজিং।