সাংস্কৃতিক বিনিময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐক্যের বন্ধন দৃঢ় করবে : আসাদুজ্জামান নূর
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, নদী ও জীবন ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় এখানকার মানুষের জীবনে নদীর প্রভাব বিদ্যমান। নদীর সাথে সংস্কৃতির সম্পর্ক আরো নিবিড়। সেরকমভাবে আমাদের বাংলাদেশ ও ভারতের মানুষের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরো বৃদ্ধি করতে হবে। আর সাংস্কৃতিক বিনিময় পারে দু’দেশের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন দৃঢ় করতে।
আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী নিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ‘এশিয়ান কনফ্লুয়েন্স রিভার ফেস্টিভাল ২০১৭ (নদী ২)’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সমাপনী অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভারতের মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অভ্ অ্যাডভান্সড স্টাডিজ (এমএকেএআইএএস)-এর প্রাক্তন পরিচালক শ্রীরাধা দত্ত। নদী ২ ডিক্লারেশন ঘোষণা করেন এশিয়ান কনফ্লুয়েন্স-এর পরিচালক সব্যসাচী দত্ত। ধন্যবাদ জ্ঞাপন করেন ‘ফ্রেন্ডস অভ্ বাংলাদেশ’ এর একেএম শামসুল আরেফিন ।
উৎসবের শেষ দিনের সংলাপের বিষয়বস্তু ছিল ‘ফ্রেন্ডস অভ্ বাংলাদেশ’ এর প্রযোজনায় ‘সেলিব্রেটিং দ্য রিভারাইন হেরিটেজ অভ্ দ্য বে অভ্ বেঙ্গল’ তথা বঙ্গোপসাগরের নদী ঐতিহ্য উদ্যাপন ।
উল্লেখ্য, নদীকেন্দ্রিক জীবন ও সংস্কৃতি নিয়ে এ উৎসব গত ৭ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হয়