আফগান শরণার্থীদের বের করে দিচ্ছে ইইউ'
ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ থেকে আফগান শরণার্থীদের বের করে দেয়া হচ্ছে। ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজ (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অ্যামনেস্টি বলছে, ইউরোপের অন্তত চারটি দেশ নরওয়ে, নেদারল্যান্ড, সুইডেন ও জার্মানি থেকে আফগান নাগরিকদেরকে জোর করে বের করে দেয়া হচ্ছে। এসব নাগরিককে দেশে ফেরত পাঠালে তারা সেখানে গিয়ে মৃত্যু, নির্যাতন এবং অন্যান্য ভয়াবহ ঝুঁকির মুখে পড়বেন। ইইউভুক্ত দেশগুলোর এ পদক্ষেপকে অ্যামনেস্টি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে এ পদক্ষেপ বন্ধ করার জন্য ওই চার দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
অ্যামনেস্টি তাদের রিপোর্টে আরো বলেছে, "শরণার্থী বহিষ্কারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের মাধ্যমে ইউরোপের এসব সরকার উন্মাদনা ও আইন বহির্ভূত নীতি বাস্তবায়ন করে চলেছে। অ্যামনেস্টির শারণার্থী ও অভিবাসী বিষয়ক গবেষক আনা শেহা বলেন, আফগানিস্তানের এমন কোনো জায়গা নেই যা নিরাপদ এবং সেখান রেকর্ড পরিমাণ সহিংসতা চলছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আফগান শরণার্থীদের বের করে দিয়ে এসব মানুষকে মৃত্যু, নির্যাতন ও অপহরণের মতো ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।#