Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বেজায় অস্বস্তিতে পড়েছেন নেহরা





বেজায় অস্বস্তিতে পড়েছেন নেহরা
  অস্বস্তিতে পড়ে গেছেন আশিস নেহরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরই চারিদিক থেকে আসছে অভিনন্দনের বন্যা। যা মোটেই ভাল লাগছে না ৩৮ বছরের পেসারের। নেহরা তো বলেই দিয়েছেন, ‘‌৩৮ বছর বয়সে ভারতীয় দলে ফিরলাম। এত অভিনন্দনবার্তা আসছে যে নিজেরই অস্বস্তি হচ্ছে।’‌ এরপরই নেহরার সংযোজন, ‘‌অনেকের মনেই প্রশ্ন জাগছে, ৩৮ বছরেও নিজের সেরাটা দিতে পারব কিনা। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই বয়সে তিন ঘরানার ক্রিকেটে খেলা সম্ভব নয়। আসন্ন সিরিজে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’‌ অসিদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি২০ সিরিজ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন নেহরা। তিনি বলছিলেন, ‘‌একটা একটা ম্যাচ নিয়েই ভাবতে চাইছি। নিজের উপর আস্থা রাখছি। চারটে ওভার করতে হবে। আইপিএলে আমি ভাল পারফর্ম করেছি। নির্বাচকরা নিশ্চয়ই তা মনে রেখেছেন। বুমরা, ভুবির মতো বোলাররা পাশে থাকায় চাপমুক্ত মনে হচ্ছে নিজেকে। তাছাড়া সীমিত ওভারের ক্রিকেটে বুমরা দুর্দান্ত বল করছে। টেস্টেও ওকে সুযোগ দেওয়া উচিত।’‌ চোটের জন্য বারবারই দল থেকে ছিটকে যেতে হয়েছে নেহরাকে। কেরিয়ারে ১২ বার অস্ত্রোপচার করতে হয়েছে। তারপরেও হারিয়ে যাননি। যার প্রমাণ জাতীয় দলে প্রত্যাবর্তন। 






«
Next
Newer Post
»
Previous
Older Post