নিজের ট্রফি নিলামে তুলে শিশু চিকিৎসায় এগিয়ে এলেন রোনাল্ডো
তাঁর পায়ের জাদুতে মোহিত ফুটবল বিশ্ব। দেশকে ইউরো জিতিয়েছেন। ক্লাব ফুটবলে জিতেছেন অসংখ্য ট্রফি। আবার বিতর্কেও জড়িয়েছেন। হিসেব বলছে, এখনও পর্যন্ত ১৮ জন মহিলার সঙ্গে নাম জড়িয়েছে সিআরসেভেনের। এর বাইরেও আছেন এক রোনাল্ডো। মানবিক রোনাল্ডো।
পকেটে চার–চারটে ব্যালন ডি অর। প্রথমটা জিতেছিলেন ২০০৮ সালে। বয়স তখন ২৩। খেলতেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। বাকি তিনটে রিয়েলে খেলার সময়। সেই রোনাল্ডোই প্রথম ব্যালন ডি অর এর রেপ্লিকা নিলামে তুলে দিলেন। এর আগেও চ্যারিটিতে অংশ নিয়েছেন এই পর্তুগিজ তারকা। লন্ডনের নিলামে ট্রফির রেপ্লিকা নিলামে তুলে দাম মিলেছে ৬ লক্ষ ডলার। যার পুরোটাই গেছে ‘মেক–আ–উইশ ফাউন্ডেশন’ এর কাছে। এই অর্থের কিছুটা খরচ হবে ফাউন্ডেশনের পরিকাঠামো উন্নতিতে। বাকি টাকা শিশুদের চিকিৎসায়। কয়েক সপ্তাহ আগেই মেক্সিকোর ভূমিকম্পে প্রয়াত এক খুদে ভক্তকে অভিনব পন্থায় শ্রদ্ধা জানিয়েছিলেন রোনাল্ডো। মানবিকতার পরিচয় রাখলেন আবার।
ফুটবল তো অনেকেই খেলেন। বিশ্ববন্দিতও হন। কিন্তু এরকম হৃদয় ক’জনের থাকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজনই হন।