অস্ট্রেলিয়ান ওপেনেই ফিরছেন সেরেনা?
অস্ট্রেলিয়ান ওপেনেই হয়ত পুরোপুরি সার্কিটে ফিরছেন সেরেনা উইলিয়ামস। অন্তত মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের ডিরেক্টর ক্রেগ টাইলিএর কথাতে সেই ইঙ্গিতই মিলল। এদিন চ্যাম্পিয়নের পুরস্কারমূল্য বাড়িয়ে ৩.১ মার্কিন ডলার করার কথা ঘোষণা করেন টাইলি। সেখানেই তিনি বলেন, পুরুষ এবং মহিলা মিলিয়ে ১০০ জন সেরা খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তাঁদের সম্মতি দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে ২৩টি গ্র্যান্ড স্লাম বিজয়িনীর নামও। যেহেতু অস্ট্রেলিয়ান ওপেনের আদ্যাক্ষর এ ও এবং সেরেনার মেয়ে অ্যালেক্সিস অলিম্পিয়ার নামের আদ্যাক্ষরও এ ও, তাই ওই ট্রফিতে নিজের নাম খোদাই করা দেখতে চাইছেন সেরেনা। টাইলি আশাবাদী, যদি কেউ নিজের কথা রাখতে পারেন, তাহলে তা সেরেনাই পারবেন। টাইলির ইঙ্গিত সত্যি হলে, সন্তানের জন্মের মাত্র সাড়ে চার মাস পরই খেলতে নামবেন সেরেনা। এবছরই দিদি ভেনাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ওপেন যুগে স্টেফির ২২টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড ভাঙেন সেরেনা। তখনই তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তারপর গত মরশুমে আর কোনও ম্যাচ খেলেননি তিনি। ফলে একদা বিশ্বের একনম্বর খেলোয়াড়ের বর্তমান বিশ্ব র্যাঙ্কিং ২৪। তবে মার্কিনী সুপারস্টার ফের স্বমহিমায় নিজের হারানো পদ ফিরে পাবেন, আশায় তাঁর অসংখ্য অনুরাগী সহ সারা টেনিসবিশ্ব।