ইন্সট্যান্ট গ্লো পাওয়ার কিছু ঘরোয়া উপায়
-->
বাড়িতে বসে ত্বকের দাগ-ছোপ, শুষ্কতা ইত্যাদি কমিয়ে উজ্জ্বল, কোমল ত্বক কীভাবে পাবেন? এবার জেনে নেয়া যাক কিছু উপায়-
ত্বকের জেল্লা বাড়াতে তিলের তেল ও সামান্য লবণ মিশিয়ে গোসলের আগে মুখে ঘষুণ। এতে মরা কোষ ঝরে যাবে আর ত্বক হয়ে উঠবে উজ্জ্বল। নিমপাতা সিদ্ধ করা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এছাড়া দুধ, কাঁচা হলুদ বাটা, বেসম, চিনি ও মধুর প্যাক লাগালেও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
প্রতিদিন ঠান্ডা গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করুন। ওই গোলাপজলে তুলো ভিজিয়ে, পুরো মুখে চেপে চেপে লাগান।
সপ্তাহে এক-দু’বার একটি স্ক্রাব ব্যবহার করুন।
সামান্য তিল গুঁড়ো করে, তাতে শুকনো পুদিনাপাতা গুঁড়ো এবং মধু মিশিয়ে ত্বকে লাগান। ৫ মিনিট রেখে হালকা হাতে মাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন। সমপরিমাণে মধু এবং লেবুর রস নিয়ে প্রতিদিন মুখে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক নরম থাকবে, গ্লোও করবে। চাইলে এতে ডিমের সাদা অংশ মিশিয়ে নিতে পারেন।
আধকাপ পাকা পেঁপের ক্বাথ, ২ চা-চামচ আমন্ডগুঁড়ো এবং এক চা-চামচ টকদই একসঙ্গে মিশিয়ে চোখ এবং ঠোঁটের অংশ বাদে পুরো মুখে এবং গলায় লাগিয়ে রাখুন। ২০-৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’-তিনবার এই প্যাকটি ব্যবহার করলেও উপকার পাবেন।