উ. কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইতালি
উ. কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইতালি
ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো
ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো
উত্তর কোরিয়ার নতুন রাষ্ট্রদূত মুন জং ন্যামকে বহিষ্কার করেছে ইতালি। পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচির প্রতিবাদে ইতালি এ পদক্ষেপ নিয়েছে।
ইতালির 'লা রিপাবলিকা' পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা ঘোষণা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো। তার ওই সাক্ষাৎকার আজ (রোববার) প্রকাশ করা হয়েছে। তিনি এতে বলেছেন, "উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র বাতিল করার বিষয়ে আমরা কঠোর সিদ্ধান্ত নিয়েছি এবং তাকে এখন দেশ ছাড়তে হবে।"
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "আমরা পিয়ংইয়ংকে এ কথা বোঝাতে চাই যে, তারা যদি তাদের কর্মসূচি পরিবর্তন না করে তাহলে একঘরে হওয়া থেকে রক্ষা পাবে না।" তবে উত্তর কোরিয়ার সঙ্গে ইতালি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে না বলেও জানান আলফানো। তিনি বলেন, যোগাযোগের জন্য কূটনৈতিক চ্যানেল খোলা রাখা সবসময় উপকারি।
গত জুলাই মাসে উত্তর কোরিয়া মুন জং ন্যামকে ইতালির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। এক বছর রাষ্ট্রদূতের পদ খালি থাকার পর ওই নিয়োগ হয় কিন্তু কয়েক মাসের মাথায় তা বাতিল করল রোম।#