এর আগে মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে বের করা হয় তাজিয়া মিছিল।
তাজিয়া মিছিলের মূল লক্ষ্য কারবালার ইতিহাস উপস্থাপন ও শোক প্রকাশ। মিছিলে অংশগ্রহণকারীরা অনেকেই বিভিন্ন নিশান নিয়ে এসেছেন। বেশিরভাগ মানুষের পরনে কালো পোশাক।
মিছিলে বহন করা হয়েছে ইমাম হোসেন (রা.) এর সমাধির আদলের প্রতিকৃতি।
নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে রাস্তার দুপাশে। এছাড়া মিছিলের সামনে ও পেছনে রয়েছে পুলিশের প্রহরা।
মিছিলে জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করে মাতম করে অনেকেই। তবে বিগত দুই বছর ধরে নিরাপত্তার জন্য পুলিশের নির্দেশনা অনুসারে জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করা হয় না।
তাজিয়া মিছিল দেখার জন্য শতশত মানুষ আজিমপুর রোডের দুপাশে অবস্থান করছেন। অনেকের হাতে দেখা গেছে মুরগি, কবুতর, আগরবাতি।
আজিমপুর রোডের পাশে দাড়িয়ে থাকা গোলাম হোসেন নামে একজন জানান, বিভিন্ন উদ্দেশে মানত করে এসব দেয়া হবে তাজিয়া মিছিলে। কেউ কেউ টাকাও দেন।