'হুমকি মোকাবেলায় যুদ্ধজাহাজে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বসাবে অস্ট্রেলিয়া'
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, তার দেশের নতুন যুদ্ধজাহাজগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হবে। কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়ানোর পরিপ্রেক্ষিতে কথিত 'দুষ্ট রাষ্ট্রের' হুমকি মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হবে।
এ সব যুদ্ধজাহাজ, জটিল এবং ক্রমাগত বর্ধিত হুমকির মুখে তৎপরতা চালাবে বলেও ঘোষণা করেন তিনি। এ ছাড়া, অস্ট্রেলিয়া নয়টি যুদ্ধবিমান ২০২০ সালে মধ্যে তৈরি করবে বলেও জানান তিনি। মার্কিন লকহিড মার্টিন কর্পোরেশন এবং এসএএবি অস্ট্রেলিয়ার প্রযুক্তি ব্যবহার করে এ বিমান নির্মাণ করা হবে।
এদিকে, ২৭০০ কোটি ডলার ব্যয়ে অস্ট্রেলিয়ার তিন যুদ্ধজাহাজ নির্মাণের জন্য ব্রিটেনের বিএই সিস্টেম, স্পেনের নাভানতিয়া এবং ইতালির ফিনাকোটিইরি প্রতিযোগিতার করছে। শেষপর্যন্ত চুক্তি কার সঙ্গে হবে তা আগামী বছর ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।