বদলি হিসেবে ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন উইনকস
বদলি হিসেবে ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন উইনকস
ইনজুরির কারণে ফিল জোন্স ও ফ্যাবিয়ান ডেলফ সরে দাঁড়ানোর পর সোমবার ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন নতুন মুখ টোটেনহ্যাম হটস্পার্সের মিডফিল্ডার হ্যারি উইনকস। ফুটবল এসোসিয়েশেন (এফএ) নতুন করে তার নাম ঘোষণা করেছে।
বিশ্বকাপ বাছাই পর্বে আগামী বৃহস্পতি ও রোববার যথাক্রমে স্লোভানিয়া ও লিথুয়ানিয়ার বিপক্ষে ম্যাচে অনূর্ধ্ব-২১ দল থেকে প্রমোশন পেয়ে ইংল্যান্ড জাতীয় স্কোয়াডে ডাক পেলেন ২১ বছর বয়সী উইনকস।
চিকিৎসার জন্য জাতীয় দল ছেড়ে নিজ নিজ ক্লাবে ফিরে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাক জোন্স ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ডেলফ। তবে এই দুই ইংলিশ তারকার ইনজুরির ধরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এফএ।
নিষেধাজ্ঞার কারণে হ্যারির স্পার্স সতীর্থ ডেলে আলিকে স্লোভানিয়ার বিপক্ষে ম্যাচে পাচ্ছে না ইংল্যান্ড জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেট। তবে লিথুয়ানিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।
আগামী বছর রাশিয়া বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আসন্ন এই ম্যাচ দু’টি থেকে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করতে হবে ‘এফ’ গ্রুপের শীর্ষ দল ইংল্যান্ডের
Tag: games world Zilla News