Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া





ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া
গুয়াহাটি: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। মঙ্গলবার গুয়াহাটির বরসপরা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারায় অজিরা। এদিনের জয়ে অস্ট্রেলিয়ার হয়ে বড় অবদান রাখেন পেসার জেসন বেহরেনডোর্ফ।


এদিন টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান অসি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শুরু থেকেই আগুনে পেস আক্রমণ শুরু করেন জীবনের দ্বিতীয় ম্যাচ খেলা বেহরেনডোর্ফ। এদিন তাঁর বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি কোনও ভারতীয় ব্যাটসম্যানই। ভারতের টপ অর্ডারকে কার্যত একার হাতেই তছনছ করে দেন তিনি। ভারতের ২৭ রানের মধ্যে ৪ টি উইকেট তুলে নেন তিনি।

দলের আট রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় ভারতের। আউট হন রোহিত শর্মা। তিনি আট রান করেন। এরপরই বেহরেনডোর্ফের বলেই কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরত যান  অধিনায়ক বিরাট কোহলি। ১৬ রানে তৃতীয় উইকেটের পতন। বেহরেনডোর্ফের বলেই আউট হন মণীষ পান্ডে। তিনি করেন ৬ রান। এরপর বেহরেনডোর্ফের শিকার হন শিখর ধবন। তিনি মাত্র ২ রান করে আউট হন।

এই পরিস্থিতি থেকে ভারতের স্কোরকে টেনে তোলার কাজ শুরু করেন এম এস ধোনি ও কেদার যাদব। এই জুটি ৩৩ রান যোগ করে। কিন্তু ফের আঘাত হানে অস্ট্রেলিয়া। অ্যাডাম জাম্পার বলে ফিরে যান ১৩ রান করে ধোনি। ২৭ রান করে আউট হন কেদার। ভূবনেশ্বর কুমারকে তুলে নেন কুল্টার নাইল। পাল্টা লড়াই চালান হার্দিক পান্ড্য। তিনি ২৩ বলে ২৫ রান। এর জন্যই ভারত ১০০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয়। শেষে ২০ ওভারে ১১৮ রান তুলে অল আউট হয় কোহলি-বাহিনী।

জবাবে ব্যাট করতে নেমে অতি সহজেই লক্ষ্যমাত্রা পৌঁছে যায় ওয়ার্নাররা। মাত্র ১৫.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। এদিন অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য ভাল হয়নি। দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার যথাক্রমে ৮ ও ২ রান করেই ফিরে যান। কিন্তু, মোজেস হেনরিক্স ও ট্রাভিস হেড দুজনে মিলে বাকি রান তুলে দেন। এদিন ৬২ রানে অপরাজিত থাকেন হেনরিক্স। হেড অপরাজিত থাকেন ৪৮ রানে। অনায়াসে আট উইকেটে জয়ী হয় অস্ট্রেলিয়া।

ব্যাটিংয়ের মতোই এদিন নিষ্প্রভ ছিল ভারতের বোলিংও। এদিন অস্ট্রেলিয়া বিশেষ করে তরুণ স্পিনার কুলদীপ যাদবকেই যেন টার্গেট করেছিল। ৪ ওভারে ৪৬ রান দেন তিনি। মার খেয়েছেন চাহাল ও বুমরাহও। দ্বিতীয় ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল অজি-বাহিনী।






«
Next
Newer Post
»
Previous
Older Post