ঝড় ন্যাটে তছনছ মধ্য আমেরিকা
ক্রান্তীয় ঝড় ন্যাটের দাপটে তছনছ হয়ে গিয়েছে মধ্য আমেরিকা। ইতিমধ্যেই ২২ জনের মৃত্যু হয়েছে বলে শুক্রবার সকালে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ন্যাট এগোচ্ছে আমেরিকার নিউ অরলিন্সের উপকূলের দিকে। উত্তর–পশ্চিম ক্যারিবীয় সমুদ্রে অবস্থান করে থাকা ন্যাট স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে আরও তীব্রতা বাড়িয়ে হারিকেনের গতিতে আছড়ে পড়তে পারে উপকূলে। ঝড়ের জেরে হন্ডুরাসে প্রায় ৫০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আমেরিকার জাতীয় হারিকেন সেন্টারের। ঝড়ের আশঙ্কায় লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। মোতাযেন করা হয়েছে ১৩০০ জাতীয়রক্ষী বাহিনী। নিউ অরলিন্স উপকূলের পাম্পিং স্টেশন তদারকিতেই শুধু পাঠানো হয়েছে ১৫ বাহিনীকে। উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। তেল কোম্পানিগুলি থেকে কর্মীদেরও বের করে আনা হচ্ছে। বিধ্বংসী ঝড়ে ইতিমধ্যেই নিকারাগুয়ায় মারা গিয়েছেন ১৫ জন। বিপর্যস্ত পরিবহন এবং যোগাযোগ পরিষেবা। দেশ জুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট। কোস্টা রিকাতেও নিখোঁজ ১৫ জন। নিরাপদ স্থানে সরানো হয়েছে ৫,০০০ জনকে।