সুমন/রিপন/ খোকন// মেহেরপুরের টুকরো গুলো দেখুন
মেহেরপুর- কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে ‘গাংনী ফিলিং ষ্টেশন’ নামের নতুন একটি ফিলিং ষ্টেশনের উদ্বোধন করা হয়েছে।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে বিভিন্ন সময় অবৈধবাবে ভারতে প্রবেশকারী ১০ বাংলাদেশীকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।
শনিবার সকালে মুজিবনগর বিজিবি কোম্পানী কমান্ডার নায়েক বিল্লাল হোসেন সঙ্গীয় ফোস নিয়ে সকালের দিকে তাদের আটক করেন। পরে মুজিবগর থানায় তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে মামলা দায়ের করে হস্থান্তর করেন।
পুশব্যাক হওয়া বাংলাদেশী হলেন- মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার পূর্বহর পাড়া গ্রামের রাসেল মিয়া, খুলনার পাইকগাছার শ্রী পবিত্র, রুপসার রউফ বিশ্বাস, কয়রা থানার শ্রী সঞ্জিব মন্ডল, শ্রী সুশান্ত, পাইকগাছার বিষ্ণু মন্ডল, দাকোপের শ্রী রাধা, কিশোরগঞ্জের ভৈরবের বর্ষা ও তার কণ্যা এবং তানিয়া খাতুন।
মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৭টি পদের বিপরীতে ৮টি মনোনয়ন জমা পড়েছে।
শনিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সভাপতি পদে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সিনিয়র সহ-সভাপতি পদে আশকার আলী, সহ-সভাপতি পদে নুর হোসেন আঙ্গুর, সাধারণ সম্পাদক পদে আরিফুল এনাম বকুল, আসলাম খান পিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে শাহাবুদ্দিন খান,, আবু হানিফ বাবু, কোষাধ্যক্ষ পদে ফুরকান আলী মনোনয়ন পত্র জমা দেন। এদিকে কর্মকর্তা পদের সভাপতি পদে গেলাম রসুলসহ অন্যদ গুলোতে বিনা প্রতিন্দন্ধীতায় সকল প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন। সাধারণ সম্পাদক পদে দুজন মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচনের মাধ্যমে ওই পদটি নির্বাচিত করা হবে
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত গোভীপুর ফুটবল টুর্নামেন্টে ভাঙবাড়িয়া একাদশ জয়লাভ
শনিবার বিকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ভাঙবাড়িয়া একাদশ ৩-১ গোলে কাথুলী একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জাহিদ, জসিম, ইমরান এবং বিজীত দলের পক্ষে জিয়ারুল ১টি করে গোল করে।
গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে।শুক্রবার সকালে উপজেলা জুগিন্দা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন,জুগিন্দা গ্রামের খলিলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম (৪৫),আব্দুল করিম,ছহিরুদ্দীনের ছেলে রজব আলী (৪৫) ও সোহেল রানা (৩২)। আহতদের গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছহিরুদ্দীনের ছেলে রজব আলী জানান,আমার মায়ের বিক্রি করা জমির মধ্যে থেকে আমরা শরিকানা হিসেবে সাড়ে ৬ শতক জমি পাব। উক্ত জমি মাপঝোপ করতে গেলে আমাদের মারধর করে মাথা ফাটিয়ে দেয় প্রতিপক্ষরা। আহত খাইরুল ইসলাম জানান, ছহিরুদ্দীনের স্ত্রী ও রজব আলীর মা গোলাপজানের কাছ থেকে প্রায় ৪০ বছর পূর্বে ৩০ শতক জমি ক্রয় করি। ৩০ শতক জমির মধ্যে থেকে ১০ শতক জমির শরিকানা দাবি করে বৈধ কাগজ পত্র দেখালে জনৈক্য আকবর আলী গং কে উক্ত জমি ছেড়ে দেয়া হয়। তৎকালিন সময়ে ছহিরুদ্দীনের স্ত্রী গোলাপজানের কাছে ক্রয়কৃত উক্ত জমির মধ্যে শেষ পর্যন্ত ২০ শতক জমি বহাল থাকে। ১০ শতক জমির মূল্যে ফেরত চাইলে ছহিরুদ্দীনের স্ত্রী ও রজব আলীর মা গোলাপজান আর ফেরত দেয়নী। ২০ শতক জমির মধ্যে তাদের ভাগ রয়েছে এমন দাবি তুলে শুক্রবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে দখল করতে আসলে বাধা দিলে আমাদের মেরে মাথা ফাটিয়ে দেয়। আহত খাইরুল ইসলাম আরো জানান,রজব আলীর মা গত এক বছর পূর্বে মারা যাওয়ার পর জমি দাবি করে। তার মা জীবিত থাকতে জমি দাবি করেনী। অজ্ঞাত ক্ষমতা দাপটে এখন উক্ত জমিদাবি করছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,কোন পক্ষই অভিযোগ করেনী। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গাংনীতে সড়ক দূর্ঘটনায় দুজন আহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার সময় বাঁশবাড়িয়া বিএম কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন,মেহেরপুর সদর উপজেলার ঘাট পাড়ার আব্দুস সালামের ছেলে বাবু হোসেন (৩২) ও মুজিবনগর উপজেলার গৌরিনগরের মানিক হোসেন (১৭)। আহতদের উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। আহতরা জানান,গাংনী থেকে পেপসী বোঝাই গাড়ী নিয়ে মেহেরপুরে যাওয়ার পথে পিছন দিকে থেকে আসা অপর একটি ট্রলি ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। গাংনী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান,বাবু হোসেন ও মানিকের অবস্থা আশংকা