Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আমেরিকার লাস ভেগাসে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৮, আহত পাঁচ শতাধিক





 আমেরিকার লাস ভেগাসে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৮, আহত পাঁচ শতাধিক

অকুস্থল থেকে হতাহতদের সরিয়ে নেয়া হচ্ছে।
আমেরিকার লাস ভেগাস শহরের কর্তৃপক্ষ বলছে, এক অস্ত্রধারী শহরের একটি মিউজিক ফেস্টিভালের ওপর গুলিবর্ষণ করলে তাতে অন্তত ৫৮ জন নিহত হয়েছে।

মান্দালে বে হোটেলের কাছে এই এলোপাথাড়ি হামলায় আরও অন্তত ৫০০ জন আহত হয়েছে।
পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম স্টিভেন প্যাডক। বয়স ৬৪।
তিনি ঐ শহরেরই একজন বাসিন্দা।
নিকটবর্তী একটি ক্যাসিনো মান্দালে বে'র ৩২-তলার একটি কামরা থেকে তিনি নিচে মিউজিক ফেস্টিভালের ওপর গুলি বর্ষণ করেন।
পুলিশ জানায়, পরে তারা মি. প্যাডককে গুলি করে হত্যা করেছে।
মার্কিন ইতিহাসে এটাই সবচেয়ে শোচনীয় বন্দুক হামলার ঘটনা।
তার সাথে কোন জঙ্গী গোষ্ঠীর যোগাযোগ নেই বলেই কর্তৃপক্ষ বিশ্বাস করে।
ওদিকে পুলিশ জানিয়েছে, ঐ হামলাকারীর সাথে ছিলেন ম্যারিলু ডেনলি নামে এক নারীর খোঁজ পাওয়া গেছে।
পুলিশ এখন তার সাথে কথা বলার চেষ্টা করছে।

এলোপাথাড়ি গুলির হাত থেকে এক নারীক্ষে রক্ষা করার চেষ্টা করছেন এক ব্যক্তি।
সোমবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।
এর পরই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এই হামলার ওপর অনেক ভিডিও ছড়িয়ে পড়ে।
সেখানে দেখা যায় শত শত মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে।
আর গুলির যে শব্দ শোনা যায় তা থেকে ধারণা করা হয় যে সেটা একটা স্বয়ংক্রিয় বন্দুকের শব্দ ।
টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যায় লাস ভেগাস স্ট্রিপে ভারী অস্ত্রসহ পুলিশ অবস্থান করছিল।






«
Next
Newer Post
»
Previous
Older Post