Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সুমন/রিপন/ খোকন// মেহেরপুরের টুকরো খবর গুলো দেখুন





 সুমন/রিপন/ খোকন// মেহেরপুরের   টুকরো  খবর গুলো  দেখুন



মেহেরপুর শহরের শিশু বাগান পাড়া এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী
 বৃহস্পতিবার রাতে তিনি এ গণসংযোগ ও উঠান বৈঠক করেন।

 ওঠান বৈঠকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা লাভলি ইয়াসমিন, মহিলা আওয়ামীলীগের শহর সভানেত্রী রেহেনা আখতার, সাংগঠানিক সম্পাদিকা সফুরা খাতুন।

মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১০টি মনোনয়ন সংগ্রহ করেছেন।
 বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সভাপতি পদে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সিনিয়র সহ-সভাপতি পদে আশকার আলী, সহ-সভাপতি পদে নুর হোসেন আঙ্গুর, সাধারণ সম্পাদক পদে আরিফুল এনাম বকুল, আসলাম খান পিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে শাহাবুদ্দিন খান,, আবু হানিফ বাবু, যুগ্ম সম্পাদক পদে সাহাবুদ্দিন খান, আবু হানিফ বাবু এবং কোষাধ্যক্ষ পদে ফুরকান আলী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে।
 এদিকে কর্মকর্তা পদের সভাপতি পদে গেলাম রসুলসহ অন্যদ গুলোতে বিনা প্রতিন্দন্ধীতায় সকল প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন। তবে সাধারণ সম্পাদক পদে নির্বাচন হচ্ছে কিনা তা মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বোঝা যাবে।


মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত গোভীপুর ফুটবল টুর্নামেন্টে বালিয়াঘাট একাদশ জয়লাভ করেছে।
 বৃহস্পতিবর বিকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বালিয়াঘাট একাদশ ৩-০ গোলে দারিয়াপুর একাদশকে পরাজিত করে।
 বিজয়ী দলের পক্ষে মামুন, স্বপন ও সহিদ ১টি করে গোল করেন।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ রহিত আলীকে আটক করা হয়েছে।
 বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেজবাউর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
 আটক রহিত আলী সদর উপজেলার শোলমারী গ্রামের বরকত আলীর ছেলে।
 গোয়েন্দা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার শোলমারী গ্রামে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। অভিযানে গোয়েন্দা পুলিশের এএসআই মাহাতাব ইব্রহীম ও লোকমান হোসেন উপস্থিত ছিলেন।


মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে
 বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন এ আদালত পরিচালনা করেন।
 তিনি জানান, ট্রেড লাইসেন্স না থাকার কারণে সদর উপজেলার আশরাফপুর গ্রামের সাইফুলের মুদি দোকানে ১ হাজার টাকা ও মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের তফিকুলের দোকানে ২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

মেহেরপুর হোটেল বাজারে  শামিমের বসত বাড়ি সীমানা প্রাচির ভেঙ্গে  জিনিসপত্র ভাংচুর ও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
মেহেরপুর হোটেল বাজার  পিয়াদা পাড়া.শামিম রেজা বসত বাড়ি রফিকুল ইসলামের নেতৃত্বে ৮/১০ জন জোর পুর্বক আমার বাড়ির জমির সীমানা প্রাচির ভেঙ্গে প্রবেশ করে বসত ঘরে থাকা জিনিসপত্র ভাংচুর ও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।বৃহস্পতিবার মেহেরপুর প্রেসক্লাবে এক সাংবাদক সম্মেলনে বলেন মেহেরপুর হোটেল বাজার  পিয়াদা পাড়া. মো: শামিম রেজা   বসত বাড়ির পৈতৃক ভিটা ৬ শতক জমি। যা আমি দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছি। আমার প্রতিবেশী রফিকুল ইসলাম পিতা মৃত নুর মহাম্মদ সাড়ে চার শতক জমি নিজের বলে দাবী করে আসছে। এছাড়াও তিনি বিভিন্ন ভাবে আমাকে হত্যার হুমকি দিয়েছে। এমতাবস্থায় আমি নিজেকে রক্ষার জন্য বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌ: কা: বি: ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়। যাহার পিটিশন নাম্বার - ২১৬/১৭। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলা গ্রহনের পর থানা কর্তৃপক্ষকে শান্তি শৃংখলা রাখার এবং ভূমি সহকারী কর্মকর্তাকে দখল সংক্রান্ত বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন। সেই মোতাবেক মেহেরপুর সদর থানাকে শান্তি শৃংখলা ভংঙ্গ না হয় সেই তদন্ত পৃর্বক উভয় পক্ষ কে নোটিশ দেন। এবং ভূমি সহকারী কর্মকর্তা দখল সংক্রান্ত বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এবিষয়ে আসামীরা জানতে পেরে গত ২৫/০৯/১৭ তারিখ বেলা ১১টার দিকে প্রতিবেশী রফিকুল ইসলামের নেতৃত্বে ৮/১০ জন জোর পুর্বক আমার বাড়ির জমির সীমানা প্রাচির ভেঙ্গে প্রবেশ করে বসত ঘরে থাকা জিনিসপত্র ভাংচুর ও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় তারা বাড়ির মহিলাদের বিভিন্ন ভাবে হেনস্থা করে। বাড়িতে অবস্থানকারী আমার স্ত্রী, ছেলে ও শালা কে বেপরোয়া মারধর করে। খবর পেয়ে আমি বাড়িতে প্রবেশ করলে আসামীরা আমাকে খুন করার উদ্যেশে মারধর শুরু করে। আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আমাকে ও আমার পরিবারের লোকজনকে উদ্ধার করে। পরে আমাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। 
প্রিয় সাংবাদিক ভাইরা এঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তার অভাবে আছি। যে কোন সময় আবার আমাদের উপর আসামীরা হামলা করতে পারে বলে আমি আশংকা করছি।
পরে আমি মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। যা আমার অভিযোগ পত্রের সাথে লিপিবদ্ধ করা আছে।
উল্লেখ্য : আমার নামে রেজিস্ট্রিকৃত ৬শতক জমি ভুলবসত প্রতিবেশী মৃত নুর মহাম্মদ এর নামে আর এস পতিত শ্রেণী হিসেবে রেকর্ড হলে আমি মেহেরপুর সহকারী জর্জ আদালতে দেওয়ানী মামলা করি। যার নং ২২১/২০১৭ তারিখ ০৭/০৯/২০১৭। বর্তমানে এই মামলা চলমান আছে। এই মামলার সকল কাগজ আপনাদের সামনে দেওয়া আছে।
আমি আপনাদের মাধ্যমে আমার পরিবারের নিরাপত্তা ও সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি।



মেহেরপুর শহরের মল্লিক পাড়া এলাকার গাঁজা রাখার দায়ে সোহেল শেখ নামের একজনের ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
 বুধবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট সামিউল হক এ আদালত পরিচলনা করেন।
 দন্ডতি সোহেল শেখ একই পাড়ার হারু শেখের ছেলে। ভ্রাম্যমান আদালত বিচারক সামিউল হক জানান, গাঁজ রাখার অপরাধে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। এরআগে বিকালে সদর থানার এসআই আসসান তাকে গাঁজাসহ আটক করে।

 মেহেরপুরের গাংনীতে স্থলবন্দর বাস্তবায়ন পরিষদের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে আনুষ্ঠানিক ভাবে ৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। স্থলবন্দর বাস্তবায়ন পরিষদের মূখপাত্র আরিফুল ইসলাম সোবহান ও ভারপ্রাপ্ত মূখপাত্র এবং সমন্নয়কারী আব্দুস সামাদ সোহাগ। এছাড়াও কমিটির কার্যকরী সদস্য সদস্যরা হলেন, আবুল কালাম, মাসুদ পারভেজ,ইসমাইল হোসেন, মোঃ শিপু,তৌহিদুল ইসলাম তৌহিদ, বিপ্লব হোসেন,আলালউদ্দিন রেন্টু, হাসান রাজা সেন্টু,জাকিরুল ইসলাম,মানিক হোসেন, ইমরান হাবীব, রাজউদ্দিন রাজু, শাওন,মোঃ হাসিব,এহসান কবির সবুজ,সাইফুল ইসলাম রতন,মৃদুল হোসেন,আসিফ ইকবাল  অনিক,জাহাঙ্গীর আলী,রেজাউল করিম,ওয়ালেদ আল যাবের প্লাবন,মশিউর রহমান পলাশ,হৃদয়,চঞ্চল,তুহিন রেজা, শামিম ছিদ্দিক তপু,তানজিদ আহমেদ অনি, মখলেস হোসেন ,রেজা আহমেদ, নাজমুল, জীবন, ডলার মাহমুদ,হাফিজুল ইসলাম,ইকরামুল হক,ইন্তাদুল ইসলাম,জীবন,জনি আহমেদ,টুটুল, সেন্টু,সবুজ, সোহেল জোয়ার্দার,মোহন, ডালিম, সবুজ, রুবেল,রাসেল আরিফ, লাশ,শিশির, চপল, সজিব, জয়, অংকন,লিখন,শিমুল,ইমরান, লিটন,মামুন, হিরোক,সজিব, লিখন, জাকারিয়া, সাহাবুদ্দিন, ইসরাফিল, রবিন,আকাশ, সজিবুল,সপন,অনিক,সরিফুল,সুজন, রনি,কৌশিক,জুয়েল,মামুন ও রাসেল। স্থলবন্দর বাস্তবায়ন পরিষদের ভারপ্রাপ্ত মূখপাত্র এবং সমন্নয়কারী আব্দুস সামাদ সোহাগ বলেন,গাংনীতে স্থলবন্দরের দাবী গণদাবীতে পরিনত হয়েছে। জেলার অন্য সিমান্ত গুলোর চেয়ে গাংনী উপজেলার সিমান্ত পয়েন্ট গুলি স্থলবন্দরের জন্য অনেক বেশি উপযোগী। একারনে স্থলবন্দর দাবি বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।







«
Next
Newer Post
»
Previous
Older Post