ভারত-পাকিস্তান গুলি বিনিময়: ৩ বেসামরিক নাগরিক নিহত
সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভারতীয় পুলিশ আজ (সোমবার) সকালে এক বিবৃতিতে দাবি করেছে, পাকিস্তানি সেনাদের গুলিতে ভারত নিয়ন্ত্রিত কাাশ্মিরের পুঞ্চ জেলায় ১০ বছরের এক শিশু এবং এক কিশোরী নিহত হয়েছে।
এ ঘটনায় পাঁচ বেসামরিক নাগরিক আহত হয়। ভারতীয় সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল নিতিন জোশি বলেন, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে কয়েকটি সামরিক চৌকি লক্ষ্য করে স্বয়ংক্রিয় মেশিনগান ও মর্টারের গোলা ছোঁড়ে।
এদিকে, পাকিস্তানি গণমাধ্যম বলছে, আযাদ কাশ্মিরের হাভেলি জেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে ভারতীয় সেনারা গোলা বর্ষণ করেছে। হাভেলি জেলার উপ কমিশনার চৌধুরী কাশফি হোসেইনের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, ভারতীয় সেনারা ভোর ৬টার দিকে গোলা বর্ষণ শুরু করে। এতে সীমান্তের দিগওয়ার গ্রামে দ্বীন মোহাম্মাদ নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। কাশফি জানান, গোলাগুলি শুরুর পরপরই ক্ষয়ক্ষতি এড়াতে তিনি ঝুঁকিপূর্ণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার নির্দেশ দেন।#