Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » একাই ৩৪ সন্তানের পিতা!‌ জানুন কীভাবে





 
   একাই ৩৪ সন্তানের পিতা!‌ জানুন কীভাবে
  সিনেমার ভিকি ডোনারকে মনে আছে ?‌ স্পার্ম বা শুক্রাণু দান করার বিষয়টি ভারতে পরিচিত হয় সেই সিনেমার পর থেকেই। কিন্তু বিদেশে দীর্ঘদিন ধরেই এই প্রথা চলছে। আর সে ক্ষেত্রেই রেকর্ড করেছেন এক ব্রিটিশ বাসিন্দা। হিসাব করে দেখা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ৩৪টি শিশুর জন্ম হয়েছে তাঁর শুক্রাণুতে। মানে, এখনও পর্যন্ত প্রাকৃতিকভাবে তিনি ৩৪ সন্তানের পিতা। শুধু দাবি নয়, এর হিসাব আছে খাতায় কলমে। এই তালিকায় এর থাকা পরের জনের শুক্রাণুতে জন্ম হয়েছ ৩১টি শিশুর। এছাড়াও, সারা ইংল্যান্ডে এমন ৬৬৭ জন দাতা রয়েছেন, যাঁদের শুক্রাণুতে গড়ে ১০টি করে শিশুর জন্ম হয়েছে।

ভারতে এখনও ততটা জনপ্রিয় না হলেও, সারা বিশ্বেই শুক্রাণু দান করা এখন চালু প্রথা। ইংল্যান্ড সহ বিশ্বের বহু দেশেই অসংখ্য স্পার্ম ব্যাঙ্কও তৈরি হয়েছে এখন। এমনকি ২০০৫ সাল থেকে ব্রিটেনে চালু হয়েছে নতুন আইনও। যেখানে বলা হয়েছ, দান করা শুক্রাণুতে জন্ম নেওয়া সন্তানেরা প্রাপ্তবয়স্ক হলেই তাঁদের পিতার নাম জানতে পারবেন। আর দাতার রেকর্ড নিয়েও আছে অবাক করে দেওয়া তথ্য। কয়েকদিন আগেই এক ব্রিটিশ দাবি করেছিলেন, ২০০০ সাল থেকে তাঁর দান করা শুক্রাণুতে এখনও পর্যন্ত জন্ম হয়েছে ৮০০ শিশুর।
 






«
Next
Newer Post
»
Previous
Older Post