আবারও পিছিয়ে গেল মারাদোনার কলকাতা সফর
: শনিবার সন্ধ্যায় শহরে আসার কথা ছিল তাঁর। কিন্তু ফের একবার পিছিয়ে গেল দিয়েগো মারাদোনার কলকাতা সফর। ফেসবুক পোস্ট করে ফুটবলের রাজপুত্র জানিয়ে দিলেন, আগামী ৭ তারিখ তিনি কলকাতায় আসছেন না। সফরের তারিখ না জানালেও নভেম্বরের আগে যে তাঁর দেখা পাওয়া যাবে না, ফেসবুক পোস্ট থেকেই সেকথা স্পষ্ট। জানিয়েছেন, পরের মাসে তিনি কলকাতায় আসতে পারেন। মারাদোনার কলকাতা সফর বাতিলের কারণ হিসেবে আয়োজকদের তরফে তুলে ধরা হল নিরাপত্তার বিষয়টি। যুব বিশ্বকাপের জন্য এমনিতেই নিরাপত্তার ব্যাপক আয়োজন করা হয়েছে শহরজুড়ে। তারই মধ্যে মারাদোনার এই হাইপ্রোফাইল সফর ঘিরে বাড়াতে হত নিরাপত্তা। সমস্যা সেখানেই।
এই প্রথম নয়, গত ১৯ সেপ্টেম্বরই শহরে আসার কথা ছিল দিয়েগোর। কিন্তু কোনও কারণে সেটা পিছিয়ে যায়। জানানো হয়, পুজোর পর ২ অক্টোবর কলকাতায় আসবেন মারাদোনা। গান্ধীজয়ন্তীতে সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশের বিরুদ্ধে দেখা যাবে তাঁর বাঁ পায়ের জাদু। কিন্তু পরে আবারও পরিবর্তিত হয় সফরসূচি। নিজের ফেসবুকে একটি পোস্ট করে মারাদোনা জানান, তাঁর কিছু ব্যক্তিগত কারণে পিছিয়ে গিয়েছে সফর। এরপর ফের একবার ঘটল একই ঘটনা। জানা গিয়েছিল, ফুটবলের রাজপুত্র শনিবার সন্ধ্যেবেলায় নামবেন দমদম বিমানবন্দরে। এমিরেটসের ফ্লাইটে। কিন্তু ফের একবার ফেসবুকে পোস্ট করেন তিনি। বলেন, ‘আরও একবার কলকাতা সফর আমার কাছে স্বপ্নের মতো। তবে নভেম্বর পর্যন্ত সফর স্থগিত থাকছে। ভারত সব সময় আমাকে মোটিভেট করেছে। কারণ, এই দেশের মাটির খেয়াল রেখেছেন মাদার টেরেসা। অসংখ্য গরীব বাচ্চাকে শিক্ষার আলো দিয়েছেন তিনি। তাই আমিও ভারতবাসীকে আমার ফুটবলের মাধ্যমে উপহার দিতে চাই। আমি মনে করি, ফুটবল বেঁচে থাকার রসদ জোগায়। নভেম্বরে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দে্যাপাধ্যায়, মন্ত্রী ববি হাকিম, সুজিত বোস, সৌরভ গঙ্গোপাধ্যায় ও সমস্ত স্পনসরদের সঙ্গে থাকব আমি। মানুষের সঙ্গে তখন প্রতিটা ইভেন্টে আমি হাজির থাকব।’ অর্থাৎ নভেম্বরের আগে কলকাতায় আসবেন না তিনি, এই পোস্ট থেকেই স্পষ্ট সেকথা।
মারাদোনার তিনদিনের কলকাতা সফরের অন্যতম আকর্ষণ ছিল ৯ অক্টোবর দাদা বনাম দিয়েগো ম্যাচ। যে প্রদর্শনী ফুটবল ম্যাচে মারাদোনা একাদশের মুখোমুখি হওয়ার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের। পিছিয়ে গেল সেটাও। এখন দেখার কবে ফুটবলের রাজপুত্র শহরে পা রাখেন? সেদিকেই আপাতত তাকিয়ে ফুটবল পাগল বাঙালি।