ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বিরাটদের জন্য থাকছে বৃষ্টির পূর্বাভাস
শুরু হয়ে গিয়েছে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। গোটা দেশ এখন ফুটবল জ্বরে আক্রান্ত। কিন্তু এর মধ্যেই আরেক যুদ্ধ কিন্তু চলছে। ওয়ানডে সিরিজে জেতার পর এবার টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন বিরাটরা। শনিবার প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে মুখোমুখি হতে চলেছে দুই যুযুধান প্রতিপক্ষ। তবে ভারতীয় শিবিরে আপাতত চিন্তা বলতে শুধু একটাই, বৃষ্টি।
একবছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এখানে টি-২০ ম্যাচে খেলেছিল ভারত। সেই ম্যাচে অবশ্য ৬৯ রানের অনায়াস জয় দেখেছিল রাঁচি। আর এবারও সেরকম কিছুই হচ্ছে, এটা যেন ম্যাচ শুরুর আগে থেকেই ধরে নিয়েছেন ধোনির শহরের লোকেরা। আসলে স্টিভ স্মিথের দল গোটা একদিনের সিরিজে যে ক্রিকেট খেলেছে, তাতে অতি বড় অজি সমর্থকও তাঁদের হয়ে বাজি ধরবেন না। যদিও অজি শিবির থেকে ঘুরে দাঁড়ানোর কথাই বলা হচ্ছে। একবার নয়, বারবার। বাঁ-হাতি পেসার জেসন বেহনড্রফ যেমন বলছিলেন, “আমার একদিনের সিরিজে হারলেও টিম যথেষ্ট আত্মবিশ্বাসী। নাগপুরের পর বেশ কয়েকদিনের গ্যাপ ছিল। এখন আমরা অনেক বেশি তরতাজা। আশা করি টি-২০ সিরিজ জিতে ফিরতে পারব। আগে কী হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি না।” এমনিতে এই অস্ট্রেলিয়ার দলটায় ওয়ার্নার, স্মিথদের মতো দু’তিনজন ছাড়া বলার মতো তেমন কেউ নেই। সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন বলছেন, “প্রথম তিনজন ছাড়া ওদের দলে আর তেমন প্লেয়ার কই!” আরও সমস্যা হল, স্মিথও গোটা সিরিজে তেমন কিছু করতে পারেননি। একদিনের সিরিজে ওইভাবে হারের পর টি-২০ তাই এখন সম্মানরক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে স্মিথদের কাছে। আর বিরাটরা? ভারতীয় দলের কাছে এখন একটা চিন্তা। সেটা হল বৃষ্টি।