Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিজিএমইএ-কে 'শেষ সুযোগ' দিল আদালত





ঢাকার হাতিরঝিল প্রকল্প এলাকায় একটি জলাশয়ের মধ্যে যথাযথ অনুমতি ছাড়াই ১৬ তলা এই ভবনটি নির্মাণ করেছিল বিজিএমইএ।
পোশাক রপ্তানীকারকদের সংগঠনকে 'শেষ সুযোগ' হিসেবে ঢাকার হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙ্গার জন্য সাত মাস সময় দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত।

এর আগে আপিল বিভাগ থেকে যে ৬ মাস সময় দেয়া হয়েছিল সেটি শেষ হয়েছে গত ১২ই সেপ্টেম্বর। বিজিএমইএ-র আবেদনের প্রেক্ষিতে আবার এই ৭ মাস সময় দেয়া হলো যার শুরু ধরা হবে গত ১২ ই সেপ্টেম্বর থেকে।
ফলে আগামী ৬ মাসের মধ্যেই ১৬ তলা ভবনটি ভেঙ্গে ফেলতে হবে বিজিএমইএকে।
একাধিকবার সময় বাড়ানোর পর রোববার বিজিএমইএর শুনানির পর বিচারতি আব্দুল ওয়াহ্হাব মিঞা বলে দেন যে এটিই তাদের জন্য 'শেষ সুযোগ' এবং এরপর তারা যেন আর সময় না চান।
এই মামলায় হাই কোর্টে অ্যামিকাউ কিউরির দায়িত্ব পালন করা আইজনীবী মনজিল মোর্শেদ বলেন, তারা আশা করছেন এর মধ্যেই বিজিএমইএ তাদের দায়িত্ব পালন করে ভবনটি ভেঙ্গে ফেলবে। শুনানির সময় তিনিও আদালতে উপস্থিত ছিলেন।
ভবন ভাঙ্গার জন্য আরো এক বছর সময় চেয়েছিল বিজিএমইএ। নতুন ভবন তৈরি করতে এই সময় লাগবে বলে তারা জানিয়েছিল।
আইনজীবী মি. মোর্শেদ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী বিজিএইএর-ই এই ভবন ভেঙ্গে ফেলার কথা। কিন্তু তারা যদি সেটা না করে তবে রাজউকও ভেঙ্গে ফেলতে পারে বলে আদেশ রয়েছে।
নতুন ভবনের জন্য আগেই ঢাকার উত্তরায় বিজিএমইএ-র জন্য হ্রাসকৃত মূল্যে ১১০ কাঠা জমি বরাদ্দ দিয়েছিল সরকার।






«
Next
Newer Post
»
Previous
Older Post