Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » চিলিকে চার গোল ইংল্যান্ডের, নিউ ক্যালেডোনিয়ার বিরুদ্ধে ৭-১ জয় ফ্রান্সের




 

   চিলিকে চার গোল ইংল্যান্ডের, নিউ ক্যালেডোনিয়ার বিরুদ্ধে ৭-১ জয় ফ্রান্সের


কলকাতা ও গুয়াহাটি: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সুপার সানডেতে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চিলিকে ৪-০ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড। জোড়া গোল বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ তারকা জ্যাডন স্যাঞ্চোর। একটি করে গোল ক্যালাম হাডসন ও অ্যাঞ্জেল গোমসের।

গুয়াহাটিতে অন্য ম্যাচে নিউ ক্যালেডোনিয়াকে নিয়ে কার্যত ছেলেখেলা করল ফ্রান্স। জিনেদিন জিদানের উত্তরসূরীদের জয় ৭- গোলে। প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়েছিল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে দু’দলই একটি করে গোল করে।



যুবভারতীতে আজ শুরু থেকেই ইংল্যান্ডের দাপট ছিল। পাঁচ মিনিটেই স্যাঞ্চোর পাস থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন হাডসন। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫১ মিনিটে চিলির গোলকিপার জুলিও বরকুয়েজের ভুলের সুযোগ নিয়ে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন স্যাঞ্চো। ৯ মিনিট পরে তিনি ব্যবধান বাড়ান। এক্ষেত্রে অবশ্য জর্জ ম্যাকইচরানের কৃতিত্বই বেশি। তিনি চিলির তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে অরক্ষিত স্যাঞ্চোকে বল দেন। স্যাঞ্চো গোল করতে ভুল করেননি। ৭৯ মিনিটে বক্সের বাইরে ব্রিউস্টারকে মারাত্মক ফাউল করে লালকার্ড দেখেন চিলির গোলকিপার। ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করেন গোমস। কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে ইংল্যান্ডের জয়ের ব্যবধান বাড়ত।
   






«
Next
Newer Post
»
Previous
Older Post