Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » টস জিতে আবারও ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ





 টস জিতে আবারও ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। প্রায় চার বছর পর তামিম-সাকিববিহীন মাঠে নামা বাংলাদেশের বিপক্ষে এখন ব্যাট করছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার ব্লয়েমফন্টেইনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।

এর আগেও পচেফস্ট্র–মে নিজেদের অনুকূল কন্ডিশনের সুবিধা কাজে লাগানো যায়নি টস জিতেও ফিল্ডিং নেয়ায়। এর পর নানা আলোচনা-সমালোচনার ঝড় বয়েছে মুশফিকের ওই সিদ্ধান্তে। ব্লয়েমফন্টেইনের উইকেট ব্যাটিংবান্ধব হবে না। বৃহস্পতিবারও উইকেটে ঘাস ছিল। শেষাবধি সেটি যদি ছেঁটেও ফেলা হয়। ব্যাটসম্যানদের জন্য প্রতিকূল এ মাঠে, তাই  আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সাকিব আল হাসান আগেই দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দল যখন তামিমবিহীন হয়ে পড়েছে, সাকিব তখন ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। কোনো সন্দেহ নেই, দলের দুই প্রধান তারকার অনুপস্থিতি ব্লয়েমফন্টেইনের মানগুয়াং ওভালে কাণ্ডারি মুশফিককে অসহায় করে তুলেছে।

বাংলাদেশ একাদশ:  ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, শুভাশীষ রায়।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, আইদিন মার্করাম, হাশিম আমলা, টেমবা বাভুমা, ফাফ ডুপ্লেসি, কুইন্টন ডি কক, আন্দিলে ফেলুয়াকো, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও ডুনে অলিভিয়ের।

 






«
Next
Newer Post
»
Previous
Older Post