Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেসির জন্য নাকি ম্যান মার্কিং নেই





মেসির জন্য নাকি ম্যান মার্কিং নেই
 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ধাপ এসে গেল। আর মাত্র দুটি রাউন্ডের ম্যাচ। তারপরেই চূড়ান্ত হয়ে যাবে কারা সামনের বছর যাচ্ছে রাশিয়ায়। ইতিমধ্যেই অনেক দেশ নিজেদের টিকিট পাকা করে ফেলেছে। দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বকাপের মূলপর্বে গেছে ব্রাজিলও। কিন্তু কোন তিনটি দেশ সরাসরি যোগ্যতা অর্জন করবে, তা নিয়ে এখনও চলছে দড়ি–টানাটানি। সব থেকে বেশি অনিশ্চয়তা আর্জেন্টিনাকে ঘিরে। তারা এখনও প্রথম চারে আসতে পারেনি। ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে ৫–এ। এরই মধ্যে শুক্রবার ভোরে পেরুর বিরুদ্ধে বুয়েনস এয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে নামছে লিওনেল মেসিরা।

দু’‌বছর আগে যোগ্যতা অর্জন পর্ব শুরু হওয়া থেকে হতাশাই উপহার দিয়ে আসছে আর্জেন্টিনা। মেসি–সহ বিশ্ব–ফুটবলে সেরা তারকারা উপস্থিত থাকলেও দেশের জার্সি গায়ে প্রত্যেকেই জ্বলে উঠতে ব্যর্থ। শেষ ১৬ ম্যাচে মাত্র ১৬ গোল করেছে ‘‌অ্যালবিসেলেস্তে’‌রা। শেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে প্রথম চারে ওঠার সুযোগও হারিয়েছে। পরিস্থিতি এমন, বিশ্বকাপের টিকিট পেতে গেলে পেরু তো বটেই, জিততে হবে পরের ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধেও।
ফলে পেরুর বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে জর্জ সাম্পাওলির ছেলেরা। নামী তারকা না থাকলেও সম্প্রতি পেরু হারিয়েছে উরুগুয়ে, বলিভিয়া এবং ইকুয়েডরকে। আর্জেন্টিনার সঙ্গে পয়েন্ট একই থাকলেও গোলপার্থক্যে ৪ নম্বরে তারা। আর্জেন্টিনা পাচ্ছে না সের্জিও আগুয়েরোকে, যিনি পাঁজরের হাড় ভেঙে ছিটকে গেছেন ছ’‌সপ্তাহ। তবে বাকিরা মোটামুটি রয়েছেন। তবে চাপ থাকলেও অনুশীলনে হাসিঠাট্টা বজায় ছিল। এর মাঝেই পেরু কোচ রিকার্ডো গারেকা জানিয়ে দিলেন, শুধুমাত্র মেসিকে আটকাতে ম্যান মার্কিং করবে না তাঁর দল। ‘‌আমরা নির্দিষ্ট কোনও প্লেয়ারকে ম্যান মার্ক করি না। তবে মেসি বা আর্জেন্টিনাকে আমরা অশ্রদ্ধা করছি না। ওরা বিশ্বের অন্যতম সেরা দল এবং বিশ্বের সেরা তারকারা রয়েছে। কিন্তু দৃঢ় মানসিকতা নিয়ে জেতার কথা ভেবেই আমরা ঝাঁপাব।’‌ বলেছেন গারেকা। তবে নিরাপত্তার খাতিরে বুয়েনস এয়ার্স থেকে ম্যাচ সরানোর যে আবেদন পেরু করেছিল, তা নাকচ হয়েছে।
এদিকে, ব্রাজিল শেষ দুই ম্যাচে মুখোমুখি হচ্ছে কঠিন প্রতিপক্ষের। শুক্রবার তাদের সামনে সব থেকে কঠিন চ্যালেঞ্জ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০০ ফুট উচ্চতায় লা পাজে খেলতে হবে বলিভিয়ার বিরুদ্ধে। কিছুদিন আগেই মেসিহীন আর্জেন্টিনা ওখানে গিয়ে হেরে এসেছে। ব্রাজিলের পক্ষেও কাজটা সহজ নয়। সে–কারণেই বুধবার অনুশীলন বেশ সিরিয়াস দেখাল নেইমারদের কোচ টিটে–কে। চোটের জন্য মার্সেলো এবং ফিলিপে লুইস বাইরে। তাই এদিন তিনি পড়েছিলেন আলেক্স সান্দ্রোকে নিয়ে। শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ১–১ ড্র করায় টানা ৯ ‌ম্যাচ জয়ের দৌড় থেমে গেছে ব্রাজিলের।
তবে অধিনায়ক নিয়ে পরীক্ষা–নিরীক্ষা বজায় রাখছেন টিটে। বলিভিয়া ম্যাচে প্রথমবার ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরবেন মিডফিল্ডার ক্যাসেমিরো। যিনি এদিন বললেন, ‘‌জাতীয় দলের অধিনায়ক হতে পারা অত্যন্ত গর্বের বিষয়। এই দলের থাকাটাই একটা গর্ব। বলে বোঝাতে পারব না কতটা খুশি।’‌ এদিন অনুশীলনের সময় নেইমার বুড়ো আঙুলে হালকা চোট পান। তবে তা গুরুতর নয়। বাকি অনুশীলনে তিনি হাসিমুখে ছিলেন। বাকি দুটি ম্যাচ জিতলে আর্জেন্টিনার ৪৩ পয়েন্টের রেকর্ড স্পর্শ করবে ব্রাজিল।‌‌






«
Next
Newer Post
»
Previous
Older Post