ল্যাম্বার্টের অবসর
অবসর নিলেন ফুটবলার রিকি ল্যাম্বার্ট। ইংল্যান্ডের হয়ে ১১ টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৩টি। ২০১৪ বিশ্বকাপেও খেলেছিলেন স্ট্রাইকারটি। ১৯ বছরের ফুটবল কেরিয়ারে ৯টি ক্লাবে খেলেছেন। ক্লাব ফুটবলে রয়েছে ৬০৭ ম্যাচে ২১৮ গোল। সাউদাম্পটন, লিভারপুল, ওয়েস্ট ব্রমের মতো ইপিএলের ক্লাবে সুনামের সঙ্গে খেলেছেন ল্যাম্বার্ট। চলতি বছরের জুলাইতে তিনি কার্ডিফের সঙ্গে চুক্তি শেষ করেন। তারপর আর কোনও ক্লাবের প্রস্তাব ছিল না ল্যাম্বার্টের কাছে। তাই ৩৫ বছরেই নিয়ে ফেললেন অবসরের সিদ্ধান্ত। ল্যাম্বার্ট জানিয়েছেন, ‘এতগুলো বছর ফুটবলের সঙ্গে জড়িয়ে থেকেছি। এবার থেমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কেরিয়ারে উত্থান–পতন ছিল। লিভারপুল, সাউদাম্পটনের মতো ক্লাবে খেলেছি। দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়েছে।’ ব্ল্যাকপুল ক্লাবে ফুটবল কেরিয়ার শুরু করেন ল্যাম্বার্ট। জাতীয় দলে অভিষেক ২০১৩ সালে। স্কটল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে তাঁর গোলেই ইংল্যান্ড জিতেছিল।