চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে রোহিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দুর্দান্ত নৈপুণ্যের ফল হিসেবে আইসিসি ব্যাটিং র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন ভারতের রোহিত শর্মা। বর্তমানে তার রেটিং ৭৯০। ৫ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ২৯৬ রান সংগ্রহ করে।সিরিজ সেরা
ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ৮৭৭ রেটিং নিয়ে সবার উপরেই রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ইনিংসে ১৮০ রান করেন কোহলি।
এই তালিকায় দ্বিতীয় থেকে চতুর্থ স্থান পর্যন্ত আছেন যথাক্রমে-অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।
আইসিসি ওয়ানডে র্যাংকিং ব্যাটসম্যানদের তালিকা :
র্যাংকিং খেলোয়াড় রেটিং
১ বিরাট কোহলি (ভারত) ৮৭৭
৩ এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ৮৪৭
৪ জো রুট (ইংল্যান্ড) ৮০২
৫ রোহিত শর্মা (ভারত) ৭৯০
৬ বাবর আজম (পাকিস্তান) ৭৮৬
৭ কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৭৭৯
৮ কুইন্ট ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৭৬৯
৯ ফাফ ডু-প্লেসিস (দক্ষিণ আফ্রিকা) ৭৬৮
১০ মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ৭৪৯