এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে অন্তর্ভুক্ত হলেন সাকিব
দেশের জন্য আরো একটি সম্মান বয়ে আনলেন বিশ্ব সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। মেরিলবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সাকিব। ফেসবুক পেইজে নিয়োগ পত্রটি প্রকাশ করে সাকিব নিজেই আজ এ ঘোষণা দেন। বিশ্বখ্যাত এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হওয়াটা দারুন এক গর্বের বিষয়। সেটা যেমনি সাকিবের নিজের জন্য তেমনি বাংলাদেশের জন্যও বিরাট এক গর্বের ব্যাপার।
সাকিব ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- মাইক গ্যাটিং (চেয়ারম্যান), রমিজ রাজা, সৌরভ গাঙ্গুলি, চার্লোটি এডওয়ার্ডস, ভিন্সেন্ট ভ্যান ডার বিল, জিমি এডামস, রড মার্শ, টিম মে, ব্রেন্ডন ম্যাককালাম, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, ইয়ান বিশপ, কুমার ধর্মসেনা এবং সুজি বেটস।
একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘সম্মানজনক এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে বেছে নেয়ায় আমি সত্যিই সত্যিই গর্বিত। আমাকে এমন সম্মানের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।’
বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব মানে পৌছে দেয়ার অন্যতম কারিগর সাকিব। তার অলরাউন্ড নৈপুণ্যে সম্প্রতি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে টাইগাররা।
ক্রিকেটের তিন ফর্মেটেই আইসিসি অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন বাঁ-হাতি ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০’র মাইলফলক থেকে তিনি মাত্র ১৮ উইকেট দূরে। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ক্লাবের সদস্য হতে তার দরকার মাত্র ২১৫ রান।