পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নেপালের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. চোপ লাল ভূষাল আজ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেছেন।
এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, ঢাকায় নেপালের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে রাষ্ট্রদূত আন্তরিকতার সঙ্গে তার দায়িত্ব পালনের মাধ্যমে দুদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ককে আরো গভীর করে তুলবেন।
এই আলোচনার সময়ে তারা বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, কৃষি, বিদ্যুৎ খাত ও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।
বৈঠককালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা করেন।
মাহমুদ আলী নেপালের রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।