মার্কিন-আফগান সেনার যৌথ অভিযানে খতম ২২ পাক ও আইএস জঙ্গি
আফগানিস্তানের নানগরহরে যৌথ অভিযান চালিয়ে অন্তত ২২ জন জঙ্গিকে খতম করল মার্কিন ও আফগান সেনা। নিহত জঙ্গিরা হয় পাক মদতপুষ্ট বা ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে জানা গিয়েছে। বেশ কয়েকদিন ধরেই আফগানিস্তানে আইএস, তালিবান ও পাক জঙ্গি-বিরোধী অভিযান চালাচ্ছে মার্কিন ও আফগান সেনার যৌথ বাহিনী।
সেনা সূত্রে খবর, এদিনের অভিযান চালিয়ে শুধু যে জঙ্গি নিধন হয়েছে তাই-ই নয়, জঙ্গিরা যাতে ভবিষ্যতে আফগানিস্তানের মাটিতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থাও করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের আস্তানা, লঞ্চ প্যাড। ইসলামিক স্টেট জঙ্গিদের অন্তত দুটি ঘাঁটি বোমা দেগে উড়িয়ে দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন বায়ুসেনার আরও এক অভিযানে পাঁচ আইএস জঙ্গিকে খতম করা গিয়েছে। সেবারের অভিযানটি চালানো হয় হাসকা মানা প্রদেশে। চপরহার প্রদেশ থেকে ইসলামিক স্টেটের দুই সদস্যকে গ্রেপ্তার করে আফগান সেনা।