সুমন/রিপন/ খোকন// মেহেরপুরের টুকরো খবর গুলো দেখুন
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেছেন, আগামী নির্বাচনে আমি যদি মনোনয়ন নাও পাই তবে আমি যাকে চাইবো গাংনী আসনে সেই নৌকার মনোনয়ন পাবে। জননেত্রীর কাছে থেকে সেই আস্থা আমি অর্জন করেছি। তাই গ্রুপে বিভক্ত না হয়ে সকলে একত্রিত হয়ে নৌকার পক্ষে কাজ করেন। এছাড়াও তিনি আমেরিকা সফরের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন।
গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহিদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি এম এ হালিম, গাংনী পৌর মেয়র ও জেলা যুবলীগের সদস্য আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, গাংনী উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী শাহানা আখতার শান্তনা, সাধারণ সম্পাদিকা ফারহানা ইয়াসমিন, মোস্তাফিজুর রহমান, আবুল বাশার, ইসমাইল হোসেন প্রমুখ।
সর্পদংশনে মেহেরপুর গাংনী উপজেলায় দু’জনের মৃত্যু
সর্পদংশনে মেহেরপুর গাংনী উপজেলায় দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকায় অবস্থায় তাঁরা সর্পদংশনের শিকার হন।
এরা হচ্ছেন- সহড়াবাড়ীয়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে কলেজ ছাত্রী শারমিন জাহান স্বপ্না (১৯) ও চরগোয়ালগ্রামের আলফাজ উদ্দীনের ছেলে ইয়ার আলী (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর সরকারী কলেজের বিএ ছাত্রী শারমিন জাহান স্বপ্না বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় রাত তিনটার দিকে সর্পদংশনের শিকার হন। স্থানীয় কবিরাজদের ঝাড়ফুকে বিষ না নামায় নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তবে দেরিতে সেখানে পৌঁছায় চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, গ্রাম্য ও হেমায়েতপুর গ্রামের ওঝাঁদের চিকিৎসার কারণে হাসপাতালে নিতে দেরি হয়। স্বপ্নার মৃত্যুতে ফেসবুকে স্টাটাস দিয়েছেন তার কয়েকজন বন্ধু। স্বপ্নার এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবার ও স্বজনরা।
অপরদিকে একই রাতে চরগোয়ালগ্রামের কৃষক ইয়ার আলীকে সর্পদংশন করে। বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় কানে সাপে দংশন করে। স্থানীয় ওঝাঁর ঝাড়ফুকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নেয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। রোববার দুপুর একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়ার আলীর মৃত্যু হয়।
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে রাজমিস্ত্রি, খুচরা সিমেন্ট ব্যবসায়ী ও পরিবেশকদের নিয়ে কিং ব্রান্ড সিমেন্ট নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বামন্দি বাজার প্রাঙ্গনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কিং ব্রান্ড সিমেন্টের স্থানীয় পরিবেশক সেলিম রেজার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রæপের সিমেন্ট সেক্টরের বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক মো: নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো: মজনুর রহমান, টেরিটরি কর্মকর্তা আব্দুল মমিন, বামন্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আতিয়ার রহমান, কাজীপুর এলাকার পরিবেশক হাফিজুর রহমান, গাংনী এলাকার পরিবেশক নাসির উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ বাবু।
কর্মশালায় কিং ব্রান্ড সিমেন্টের গুনাগুণ উপস্থাপন করেন বসুন্ধরা গ্রæপের সিমেন্ট সেক্টরের টেকনিক্যাল সাপোর্ট প্রকৌশলী কাউছার হোসেন, প্রকৌশলী মো: মামুনুর রশিদ।
প্রধান অতিথি মো: নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বসুন্ধরা গ্রæপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কিং ব্রান্ড সিমেন্ট বাংলাদেশের প্রথম সারির সিমেন্ট। গুনগত মান অক্ষুন্ন রেখে সিমেন্ট প্রস্তুত করা হয়ে থাকে। তিনি বলেন, রাজমিস্ত্রিরা কোন কারণে দুর্ঘটনায় পড়লে আমাদের গ্রæপের কল্যান তহবিলের মাধ্যমে সহায়তা করা হয়ে থাকে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় এবং মধ্যহৃ ভোজের মাধ্যমে কর্মশালা শেষ
মিয়ানমারে জাতিগত বৈষম্যের শিকার রোহিঙ্গা শরনার্থীদের মৌলিক অধিকারসহ নিজ দেশে পুনর্বাসন ও অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩ টায় বারাদী বাজার কমিটির উদ্যোগে বারাদী বাজারের সকল ব্যবসায়ী, সূধীজন ও মাদীনাতুল উলুম কওমী মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন কর্মসূচী ও অসহায় নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের সাহায্যের জন্য অত্র এলাকার সর্ব সাধারণের প্রতি আহ্বান রেখে মানববন্ধন করা হয়। মানববন্ধন কর্মসূচী বাস্তবায়নে ব্যবসায়ীরা এক ঘন্টা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচী পালন করে। বারাদী বাজার কমিটির সভাপতি হাজী লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, মাওলানা তালেব উদ্দীন, মাওলানা শফিকুল ইসলাম ও মাসাদুল ইসলাম প্রমুখ।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক, সহকারী কমিশনার মোহাম্মদ মামুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন।
ভূ-সম্মপ্তি জবর দখল থেকে মুক্ত করণ কমিটির সভা
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ভূ-সম্মপ্তি জবর দখল থেকে মুক্ত করণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক, সহকারী কমিশনার মোহাম্মদ মামুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন।
জেলা স্টাফ রিভিউ সভা
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টাফ রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
< সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক, সহকারী কমিশনার মোহাম্মদ মামুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন।
জেলা খাষ জমিবন্দবস্ত কমিটির সভা
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা খাষ জমিবন্দবস্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক, সহকারী কমিশনার মোহাম্মদ মামুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন।