রেহাই পেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার শেন ওয়ার্ন
রেহাই পেলেন শেন ওয়ার্ন। লন্ডনের এক নাইট ক্লাবে পর্নস্টার ভ্যালেরি ফক্সকে চড় মারার অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনারের বিরুদ্ধে। গত শুক্রবার রাতের এই ঘটনা প্রচারমাধ্যমে চাউর হয়ে যেতেই ক্রিকেট মহলে আলোড়ন পড়ে গিয়েছিল। এমনিতেই লেগ স্পিনের জাদুকর ক্রিকেটের চির বিতর্কিত এক চরিত্র। দীর্ঘ ও বর্ণময় কেরিয়ার শেষ করার পরও নানা বিতর্কে জড়িয়ে মাঝেমাধ্যেই শিরোনামে চলে আসেন তিনি। এ যাত্রায় ভ্যালেরি ফক্স তাঁর মুখের যাবতীয় আঘাত সমেত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর পুলিস তদন্তে নামে। নাইট ক্লাবটির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে তারা। তারপরই পুলিস সিদ্ধান্তে এসেছে ওয়ার্নের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। তাই মুক্ত করে দেওয়া হয়েছে ওয়ার্নকে। খবরটি শোনার পর ওয়ার্ন স্বস্তিতে। বলেছেন, ‘পুলিস কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত অভিযোগ থেকে আমাকে মুক্ত করা হল। আমার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপও নেওয়া হবে না। তাই বিষয়টির এখানেই ইতি ঘটল বলেই মনে করি।’ এরই পাশাপাশি ওয়ার্ন আরও একটি পোস্টে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল। ওয়ার্নের বক্তব্য, ‘একটা মিথ্যে রটনা গোটা দুনিয়ার প্রচারমাধ্যমে যেভাবে ফলাও করে প্রকাশ করা হয়েছে তাতে আঘাত পেয়েছি। পুলিসের সঙ্গে যথাযথ সহায়তা করেছি। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ যাচাই করেই ওঁরা সিদ্ধান্ত নিয়েছেন