রোহিঙ্গা সংকট: বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের, ত্রাণ পাঠাল চীন
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনী ও বৌদ্ধ জঙ্গিদের নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাপান। সেইসঙ্গে এই সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে দেশটি।
আজ (বুধবার) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আইওয়াও হরি এ আশ্বাস দিয়েছেন।
বৈঠক শেষে শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। এ সময় কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন ও শরণার্থী সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জাপানকে পাশে চায় বলে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আইওয়াও হরিকে জানিয়েছেন তিনি। এ সময় জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
বুধবার সকালে ঢাকায় পৌঁছান জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আইওয়াও হরি। এর পর তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গেছে।