ভয়েস অব আমেরিকাকে (ভিওএ) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সেতুবন্ধন বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারের ইএমকে মিলনায়তনে ভয়েস অব আমেরিকার ৭৫ বছর ও এর বাংলা বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘মেনি ইয়ারস, মেনি স্টোরিজ- ভিওএ ৭৫ ও ভিওএ ৬০’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে তিনি একথা বলেন।
হাসানুল হক ইনু আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশের সামনে যে দারিদ্র্য নির্মূল, নারী-পুরুষ সমতা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবেলায় ভয়েস অব আমেরিকা তার ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে।
ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের সভাপতিত্বে ও নাসরিন হুদার সঞ্চালনায় সংস্থার সংবাদকর্মীসহ গণমাধ্যম প্রতিনিধিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।