স্প্যানিশ দল থেকে বাদ পড়লেন অভিজ্ঞ ভিয়া
আগামী মাসে আলবেনিয়া ও ইসরাঈলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য স্প্যানিশ দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড ডেভিড ভিয়া।
তবে ২৫ সদস্যের দলে নতুন করে ডাক পেয়েছেন নাপোলি ও ভ্যালেন্সিয়ার দুই ইন-ফর্ম ফরোয়ার্ড হোসে ক্যালেয়ন ও রডরিগো মোরেনো।
স্প্যানিশ কোচ জুলেন লোপেতেগুই বলেছেন, ৩৫ বছর বয়সী ভিয়ার ইনজুরি কাটিয়ে দলে ফিরতে আরো কিছুটা সময় লাগবে। এছাড়া তার ম্যাচ ফিটনেসেরও সমস্যা রয়েছে। জাতীয় দলের জার্সি গায়ে শততম ম্যাচের থেকে আর মাত্র দুই ম্যাচ দুরে রয়েছেন ভিয়া।
এছাড়া দলে আরো ফিরেছেন রিয়াল সোসিয়েদাদের ডিফেন্সিভ মিডফিল্ডার আসিয়ার ইলারমেনডি। এছাড়া বার্সেলোনার তারকা সেন্টার-ব্যাক জেরার্ড পিকে রক্ষনভাগের মূল দায়িত্বেই রয়েছেন। এ সম্পর্কে স্প্যানিশ কোচ বলেছেন,‘ আমি খেলোয়াড়দের তাদের আচরণ, মাঠে নিজের আবেদন ও মনোভাব দিয়ে বিচার করে থাকি। জেরার্ডের বিষয় আসলে এ ব্যপারে আমার কোন সন্দেহ নেই। সে সবসময়ই স্পেনের জন্য নিজের সবটুকু দিয়ে খেলার চেষ্টা করে।’
আগামী বছরের রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের আর মাত্র একটি ম্যাচে জয়ী হলেই হবে। দ্বিতীয় স্থানে থাকা ইতালির তুলনায় তিন পয়েন্ট এগিয়ে তারা গ্রুপের শীর্ষেই অবস্থান করছে।
আগামী ৬ অক্টোবর আলবেনিয়ার বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হবে স্পেন। তিনদিন পরে ইসরাঈলের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে স্প্যানিশরা।
স্কোয়াড :
গোলরক্ষক : ডেভিড ডি গিয়া, পেপে রেইনা, কেপা আরিজাবালাগা।
ডিফেন্ডার : ডানি কারভাজাল, সার্জিও রামোস, নাচো ফার্নান্দেজ, সিজার আজপিলিকুয়েটা, জেরার্ড পিকে, জোর্দি আলবা, মার্ক বারট্রা, নাচো মনরিয়াল।
মিডফিল্ডার : সার্জিও বাসকোয়েট, আন্দ্রেস ইনিয়েস্তা, আসিয়ার ইলারামেনডি, কোক রিসারেকসিয়ন, সাওল নিগুয়েজ, থিয়াগো আলকানটারা, মার্কো আসেনসিও, ইসকো, ডেভিড সিলভা।
ফরোয়ার্ড : পেড্রো রডরিগুয়েজ, আলভারো মোরাতা, ইয়াগো আসপাস, হোসে ক্যালেয়ন, রডরিগো মোরোনো।