শুক্রবার দ্বিতীয় দিনে চা বিরতির আগ পর্যন্ত মোট ১৪৬ ওভার ব্যাট করে এ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
দলের পক্ষে ডেন এলগার ১৯৯, হাসিম আমলা ১৩৭ এবং মার্ক্রাম ৯৭ রান করেন।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পান মোস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলাম।
বৃহস্পতিবার টস হেরে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন শেষ করে ১ উইকেটে ২৯৮ রানে।
দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন হাসিম আমলা এবং ওপেনার এলগার। আমলা ১৩৭ রান করে শফিউলের বলে আউট হন।
তবে এলগার ভালোভাবেই এগোচ্ছিলেন নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু নার্ভাস নাইনটি বলে একটা কথা আছে না! সেখানেই পরাস্ত হলেন এলগার।
লগারের আজ ঘুম হবে কিনা তা জানা নেই। কেননা ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে অর্থাৎ ১৯৯ রানে এসে অনেকটা স্নায়ুচাপে ভুগেই আউট হলেন এ ওপেনার।
এলগারের উইকেটটা তুলে নিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ১৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংসে এলগার বল খেলেন ৩৮৮টি।
এর আগে এলগার ওপেনিং ব্যাটসম্যান মার্ক্রামের সঙ্গে ১৯৬ রানের জুটি গড়েন। মার্ক্রাম ৯৭ রান করে আউট হন। পরে হাসিম আমলার সঙ্গে ২১৫ রানের জুটি গড়েন এলগার।
এদিকে দক্ষিণ আফ্রিকা তাদের ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। তবে ওপেনিংয়ে দেখা যায়নি তামিম ইকবালকে।
উদ্বোধনী জুটি হিসেবে মাঠে নামেন ইমরুল কায়েস এবং লিটন দাস। তবে দুই ওপেনারই অহেতুক খোঁচা মারতে গিয়ে সাজঘরে ফিরে গেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৬ রান। মুমিনুল হক ৮ এবং মুশফিকুর রহিম ৬ রান নিয়ে ব্যাট করছেন।
ইমরুল কায়েস ৭ রান করে রাবাদার বলে এবং লিটন দাস ২৫ রান করে মর্কেলের বলে আউট হন।