সীমান্তে যৌথ মহড়া শুরু করেছে ইরাক ও তুরস্ক
তুর্কি ট্যাংকের মহড়া
তুর্কি ট্যাংকের মহড়া
ইরাক ও তুরস্কের সেনারা দু দেশের অভিন্ন সীমান্তে বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য গণভোট অনুষ্ঠিত হওয়ার পর দু দেশ এ পদক্ষেপ নিল। ইরাকের কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে কুর্দি নেতারা গতকাল ( সোমবার) এ গণভোটের আয়োজন করেন।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওসমান আল-গানিম ইরাক ও তুরস্কের অভিন্ন সীমান্তে বিশাল এ মহড়ার কথা ঘোষণা করেন। ইরাকের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আস-সুমারিয়া এ খবর দিয়েছে।
গণভোটকে কেন্দ্র করে ইরাকের কেন্দ্রীয় সরকার ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশটির জাতীয় সংসদের সদস্যরা বিরোধপূর্ণ কুর্দি এলাকাগুলোতে সেনা মোতায়েনের দাবি করেছিলেন। এর কয়েক ঘণ্টার মধ্যে ইরাক ও তুরস্কের সেনারা যৌথ মহড়া শুরু করল।#