জাপান বলেছে, পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের পানিসীমায় বেইজিংয়ের উপকূলীয় রক্ষীবাহিনীর জাহাজ ঢুকেছে। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা এ রকম ঘটনা ঘটল বলে দাবি করেছে টোকিও।
পূর্ব চীন সাগরের দিয়াইউ বা সেনকাকু দ্বীপ নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। উত্তরপশ্চিম তাইওয়ান থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপপুঞ্জ এলাকাটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বলে ধারণা করা হয়। ১৯৭১ সালে দ্বীপপুঞ্জের প্রশাসনিক নিয়ন্ত্রণ জাপানের কাছে তুলে দেয়ার পর এ নিয়ে চীন-জাপান বিরোধের সূচনা হয়। ১৪তম শতাব্দীতে এ দ্বীপপুঞ্জ চীন আবিষ্কার করেছে এবং এটি সে থেকেই বেইজিংয়ের নিয়ন্ত্রণে ছিল বলে দাবি করছে চীন।
জাপান ২০১২ সালে দ্বীপটিকে জাতীয়করণ করার পর থেকে প্রায়ই চীনা জাহাজ ও বিমান বিতর্কিত অঞ্চল দিয়ে টহল দেয়। চীনও ওই দ্বীপের মালিকানা দাবি করে আসছে। দিয়াইউ বা সেনকাকু দ্বীপের সার্বভৌমত্ব ছাড়ের বিষয়ে কোনো আপস করবে না বলে এর আগে ঘোষণা করেছে টোকিও এবং বেইজিং।
চীনের উপকূল থেকে দ্বীপটি ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৩ সালের নভেম্বর মাসে বিতর্কিত দ্বীপপুঞ্জকে ঘিরে আকাশ প্রতিরক্ষা জোন গঠন করে বেইজিং।#