ভারতেকে একঘরে করার ছক কষছে পাকিস্তান
সন্ত্রাস ইস্যুতে ভারতকে একঘরে করে রাখতে চাইছে পাকিস্তান। শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারতেক বিরুদ্ধে বলতে গিয়ে পাকিস্তান যে মিথ্যে প্রমাণ দিয়েছে তা প্রকাশ্যে চলে আসার পরেই আরও সুর চড়িয়েছে পাকিস্তান। বিশ্বের দরবারে নিজের মুখ পুড়িয়ে ভারতের দিকে আঙুল তুলতে শুরু করেছে তারা। সূত্রের খবর পাক কূটনৈতিকরা নাকি ভারতের বিরুদ্ধে তদ্বির করা শুরু করে দিয়েছে। পাকিস্তানের মূল উদ্দেশ্য ভারতকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা। রাষ্ট্রপুঞ্জ যাতে ভারতকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশ হিসেবে ঘোষণা করে তার জন্য যারপর নাই তৎপর হয়েছে পাক কূটনৈতিকরা। অনেকটা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের মতোই ঘটনা ঘটাতে চাইছে তারা। আমেরিকা পাকিস্তানকে সন্ত্রাসবাদ নিয়ে হুঁশিয়ারি দেওয়ার পর থেকে এই নিয়ে সরব হয়েছে তারা।
এই নিয়ে নাকি আমেরিকাকে পাশে পেতে চাইছে তারা। সেজন্য পাক কূটনৈতিকরা এখন ভারতের বিরুদ্ধে দল ভারী করতে আমেরিকার কূটনৈতিকদের তুষ্ট করছেন। ভারত সীমান্তে গুলি বর্ষণ করে প্ররোচনা দিচ্ছে এই অভিযোগও তাঁদের কাছে করা হয়েছে। আগামী মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে আমেরিকার প্রতিনিধি দল। সেসময় বিষয়টি নিয়ে পাকিস্তান আরও সওয়াল করবে বলে সূত্রের খবর। কারণ আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে মুখোমুখি হওয়ার কথা পাক প্রধানমন্ত্রী ও আমেরিকার উপ রাষ্ট্রপতির।