কুর্দিস্তানে গণভোটের ফল ৭২ ঘণ্টার মধ্যে; কিরকুকে কারফিউ
কারফিউ বাস্তবায়নে ইরাকি সেনাদল
কারফিউ বাস্তবায়নে ইরাকি সেনাদল
ইরাকের কুর্দিস্তানে গতকাল (সোমবার) অনুষ্ঠিত গণভোটের ফলাফল প্রকাশ করা হবে ভোট গ্রহণের ৭২ ঘণ্টার মধ্যে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এতে শতকরা ৭৬ শতাংশ ভোট পড়েছে বলে কুর্দি ভাষার টেলিভিশন চ্যানেল রুদওয়া দাবি করেছে।
এদিকে, ভোট গ্রহণের পর ইরাকের তেলসমৃদ্ধ কিরকুক শহরে রাত্রিকালীন কারফিউ জারি করেন শহরের গভর্নর। কিরকুক পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সারহাদ কাদের জানিয়ছেন, কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য গণভোট শেষ হওয়ার পরপরই কারফিউ জারি করা হয়। সোমবার রাত থেকে কারফিউ শুরু হয় এবং সকাল ৬টায় তা প্রত্যাহার করা হয়েছে। কারফিউ অব্যাহত থাকবে কিনা তা পরিষ্কার নয়।
কিরকুক পুলিশের প্রধান জানান, বহু নৃগোষ্ঠীর বসবাস রয়েছে এ শহরে এবং সেখানকার জনগণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে কারফিউ জারির সিদ্ধান্ত নেয়া হয়। কুর্দিস্তান অঞ্চলে যে গণভোট হয়েছে তার মধ্যে এই কিরকুক শহর ছিল।#