Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুরের টুকরো খবর গুলো দেখুন





 সুমন/রিপন/ খোকন// মেহেরপুরের   টুকরো  খবর গুলো  দেখুন


মেহেরপুর হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সেলিম রেজা (৪৫) আদালতে আত্মকর্মপন করেছেন
 সোমবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা’র আদালতে তিনি আত্মকর্মপনকরেন। তিনি মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের আমিনুল বিশ্বাসের ছেলে ।

মেহেরপুরের   টুকরো  খবর গুলো  দেখুন
 মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২১ জুলাই রাতে মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের সেলিম রেজার বাড়িতে অভিযান চালিয়ে ২৪ পুরিয়াতে ২৮ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে গাংনী র‌্যাব-ক্যাম্পের সদস্যরা। এই মামলায় গত ১৪ সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন জেল দেন মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা।



মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ।
 সোমবার সকালে তিনি এ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।
মেহেরপুরের   টুকরো  খবর গুলো  দেখুন
 এসময় সেখানে বসবাসকারীদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শুনে আগামী এ প্রকল্পের সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন তিনি। রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্পটি ২০০০ সালে ১৬টি ব্যারাকে ১৬০টি পরিবার নিয়ে যাত্রা শুরু করে।




মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর নিকট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 সোমবার দুপুরে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদালত পরিচালনা করেন।
 তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের ব্যবসায়ী নজরুলের ছেলে পলাশের নিকট ৩ হাজার টাকা এবং জিল্লুর রহমানের ছেলে আশিকের নিকট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 অপর দিকে মেহেরপুর শহরে স্যানেটারী ইন্সেপেক্টার মরিুল ইসলামের নেতৃত্বে জোসনা বেকারীতে ৫ হাজার টাকা ও আলমগীর বেকারীতে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।



মেহেরপুর জেলা প্রাক্তন সৈনিক সংস্থার উদ্যোগে বানভাসিদের সহয়তায় ১০ হাজার টাকার চেক ও পুরতন পোশাক প্রদান করা হয়েছে।
 সোমবার সকালে জেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি অনারীজ ক্যাপ্টেন (অব) আব্দুল মালেক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসানের হাতে এ চেক তুলে দেন।
 এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, জেলা প্রাক্তন সৈনিক সংস্থার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, , অবসর প্রাপ্ত সেনা সদস্য আমজাদ হোসেন, নাজিম উদ্দিন, মহিদুল ইসলাম, সাইফুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post