সুমন/রিপন/ খোকন// মেহেরপুরের টুকরো খবর গুলো দেখুন
মেহেরপুর গাংনী মহিলা ডিগ্রি কলেজের নব নির্মিত আইসিটি ভবনের (অ্যাকাডেমিক ভবন) উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কলেজ প্রাঙ্গণে ফলক উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে চার তলা ভবনটি নির্মান করে কুষ্টিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাইদুর রহমান। ভবনটিতে কম্পিউটর ল্যাব, শ্রেণী কক্ষ, শিক্ষক মিলনায়তন ও সেমিনার কক্ষ রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃব্যে বলেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তির শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। তারই আলোকে আইসিটি ভবন নির্মান করা হয়েছে। ভবনটিতে ছাত্রীরা কম্পিটার ব্যবহারের মধ্য দিয়ে তথ্য প্রযুক্তিতে আরো একধাপ এগিয়ে যাবে। অন্যদিকে উন্নত পরিবেশের মধ্য দিয়ে পাঠদান এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার রায়পুর জাগনণী ক্লাব জয়লাভ করেছে।
শুক্রবার বিকালে গাড়াবাড়িয়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রায়পুর জাগরণী ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে করমদি কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ৩-৩ গোলে শেষ হলে টাইব্রেকারের মাধ্যমে খেলার সমাপ্তি করা হয়।
খেলায় রায়পুরের পক্ষে তুষার, মিঠু, জুয়েল, শামিম ও সাদিক এবং করমদির পক্ষে সাগর, দিপু, মোহন ও সিহাব একটি করে গোল করেন।
খেলা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, খাজা মইনুদ্দিন, শাহানা ইসলাম শান্তনা, ইমতিয়াজ আহামেদ মিরন, আজীমুল বারী মুকুল।
বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর গাংনীর কাজিপুর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ম্যাচে ২-১ সেটে বিএসএফ দল জয়লাভ করে।
প্রধান অতিথি হিসেবে ভলিবল ম্যাচ উদ্বোধন করেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল আবু সঊদ আল মসউদ (পিএসসি)। বিশেষ অতিথি ছিলেন ৪৭ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল রাশেদুল হক খান (পিপিএমএস), ২৯ বিএসএফ কমান্ড্যান্ট ডাঃ সুব্রত কুমার সাহা।
বিজিবি ও বিএসএফ শুধু প্রতিপক্ষই নয়, পরস্পর বন্ধু। বন্ধুপ্রতিম দেশ দু’টির সীমান্তের অতন্ত্র প্রহরীদের মাঝে আয়োজিত এ ধরনের খেলা ভবিষ্যতের সম্পর্কের আরো উন্নতি হবে বলে উভয় ব্যাটালিয়নের প্রতিনিধিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
ষ্টাফ রিপোটার// আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক সামগ্রীর বাজার দখল!
মেহেরপুরের দাস সম্প্রদায়ের রোজগারে ভাটা পড়েছে
আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক সামগ্রী বাজার দখল করায় বাঁশের তৈরি সামগ্রীর কদর কমেছে। ফলে এক সময়ের চাহিদা সম্পন্ন বাঁশের সামগ্রী তৈরির কারিগর দাস সম্প্রদায়ের জীবনে প্রভাব ফেলেছে। তাদের রোজগারে ভাটা পড়েছে। বাপ-দাদার পেশা ধরে রেখে মানবেতর জীবনযাপন করছেন মেহেরপুরের দাস সম্প্রদায়ের মানুষেরা। অভাবের তাড়নায় স্কুলেও পাঠাতে পারছেন না সন্তনদের।
মেহেরপুর শহরের উপকণ্ঠে বামনপাড়ায় বসবাস করছেন প্রায় ৫০ ঘর দাস সম্প্রদায়ের মানুষ। এখনও তারা ধরে রেখেছেন বাপ-দাদার পেশা। ৫০টি পরিবারের অন্ততঃ ৩শ’ জন মানুষ বাঁশ শিল্পের সাথে জড়িত রয়েছেন। তারা নিপুন হাতের ছোঁয়ায় বাঁশ দিয়ে তৈরি করেন ব্যবসার ও গৃহস্থালির কাজে ব্যবহৃত নানান সামগ্রী। এছাড়াও পান ও আম-লিচু বাজারজাতসহ নানা ধরণের ঝুড়িও তৈরি করেন তারা।
গেল বছরে প্রতিটি ঝুড়ি ৫০ টাকা থেকে ৬০ টাকা দরে তিন থেকে চার হাজার ঝুড়ি বিক্রি হয়েছে। কিন্তু এখন তা কমে এসছে দুই থেকে তিন’শ ঝুড়িতে। একসময় ব্যবসার কাজে ব্যবহৃত ঝুড়ি ও গৃহস্থালী সামগ্রীর কদর ছিল মানুষের কাছে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক স্থান দখল করায় এবং ভারত থেকে আমদানি করা প্লাস্টিক ক্যারেটের ভিড়ে সে কদরে ভাটা পড়েছে। ফলে আয় রোজগারও কমে গেছে। বামনপাড়ার অরুন দাশ আরো জানান, সারা বছরে দুই থেকে তিন মাস ঝুড়ি-ডালি তৈরির কাজ করলেও বেচাকেনা ভালো হতো। তা দিয়ে সঞ্চয় হওয়া টাকায় প্রায় সারা বছরের খোরাক হয়ে যেত। ক্যারেটের কারনে চাহিদা না থাকায় ঝুড়ি-ডালির উৎপাদনও কমে গেছে। ঝুড়ি-ডালির দামও কমে গেছে। বর্তমান বাজারে প্রতিটি ঝুড়ি বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ২৫ টাকায়। ঝুড়ি বিক্রি করে এখন আর সংসার চলছে না।
ওই পাড়ার সীমান্ত দাশ জানান, বাঁেশর কাজ করে এবছরের প্রথম থেকে আর্থিক সংকটে পড়েছি। যে কারণে ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালানো সম্ভব হচ্ছে না। বন্ধ হয়ে গেছে আমাদেন সম্প্রদায়ে অনেকের লেখাপড়া। কেউ কেউ কষ্টের মধ্যে পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেও মোটা টাকার অভাবে চাকরি জুটছে না।
গৃহবধু আরতী দাস জানান, সংসারে অভাব অনটন থাকায় পুরুষের পাশাপাশি মেয়েরাও বাঁশ শিল্পের কাজে সহায়তা করছেন। তবে বাঁশের দাম বেশি; ঝুড়ির দাম কম এবং মুজুরিও ঠিকমত না পাওয়ায় চরম হতাশায় দিন গুনছেন তারা।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান সাংবাদিকদের জানান, এক সময় মেহেরপুরের দাস সম্প্রদায়ের মানুষ এই শিল্প থেকে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে এই শিল্পের চাহিদা কমে যাওয়ায় দাস সম্প্রদায়ের লোকজন হতাশায় ভুগছেন। সরকারি সহায়তা পাওয়া গেলে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি।
তুলা চাষ ও ফলন বৃদ্ধির লক্ষে মেহেরপুর গাংনী উপজেলার দিঘলকান্দি মাঠে তুলা চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বারাদী কটন ইউনিট অফিসের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রশিক্ষণে এলাকার চাষীরা অংশ গ্রহণ করে।
তুলার ফলন বৃদ্ধির জন্য সুষম সার প্রয়োগ। কীটনাশক, সেচ ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের চুয়াডাঙ্গা জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ডক্টর আব্দুস সালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলকান্দী গ্রামের তুলা চাষী ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর কটন ইউনিট অফিসার সিরাজুল ইসলাম, বারাদী কটন ইউনিট অফিসার জাকারিয়া ইকবাল।
প্রধান অতিথি বক্তৃতায় বলেন, তুলা একটি লাভজনক অর্থকরী ফসল। তুলা চাষের মধ্য দিয়ে চাষীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। উচ্চ ফলন ও নায্য মূল্য নিশ্চিত করার কারণে তুলা চাষীরাও লাভবান হচ্ছেন। তাই প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে তুলা চাষ করতে পারলেই চাষীরা আরো বেশি লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা গাংনী পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ওয়াশ কর্মসুচী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। প্রভাষক মহিবুর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী পৌর সভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলাম, ব্র্যাক ওয়াশ কর্মসুচী মেহেরপুর জেলা ব্যবস্থাপক রাজিয়া খাতুন, জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, গাংনী উপজেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, কর্মসুচী সংগঠক কাজী মোহাম্মদ আলী ও জুয়েল কামাল।
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ ও ইম্প্যাক্ট ফাউন্ডেশনের রুরাল ওয়াস-আর্সেনিক মিটিগেশন প্রকল্পের আওতায় বাজেট অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান শাহা জামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রজেষ্ট ম্যানেজার মাহাবুবুর রহমান, ইউপি সচিব সানোয়ার হোসেন, ইউপি সদস্য ইসমাইল হোসেন,শরিফ উদ্দিন, আলমগীর হোসেন লাল্টু, ওয়াসিম আলী প্রমুখ।
মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান আলগামনের ধাক্কায় রায়হান হোসেন (২২) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থানে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় দুর্ঘটনার পর রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন রায়হানের বন্ধু তৌফিক আহম্মেদ (২২)
নিহত রায়হান হোসেন এ উপজেলার আড়পাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান ও তৌফিক মোটর সাইকেলযোগে বামন্দী থেকে বাড়িতে ফিরফিলেন। ঘটনাস্থলে পৌঁছুলে পেছন থেকে একটি দ্রুতগতির আলগামন ধাক্কায় দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় দু’জনকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেলে নেওয়া হয়। রায়হানের মরদেহ নিজ বাড়িতে নেয়ার প্রক্রিয়া চলছে। তবে আশংকাজনক অবস্থায় তৌফিককে রাজশাহী মেডিকেলে রেফার করেছেন কুষ্টিয়া মেডিকেলের চিকিৎসক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন। তিনি বলেন, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আলগামন চালককে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে