পাল্লা ভারী সেই অ্যাঞ্জেলা মার্কেলেরই
এই নিয়ে চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হতে চলেছেন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটির পার্টির (সিডিইউ) প্রধান অ্যাঞ্জেলা মার্কেল।
ইউরোপজুড়ে শরণার্থী সংকটের সময় জার্মানির দরজা খুলে দেওয়ায় মার্কেল অভ্যন্তরীণভাবে সমালোচনার মুখে পড়লেও পরে সেটি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বলে স্থানীয় অন্যান্য নির্বাচনের ফলাফলে মনে করা হচ্ছে। এই দুই দলের বাইরে আছে ইসলামবিরোধী হিসেবে খ্যাত ডানপন্থী-জাতীয়তাবাদী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ৬০ বছরে এই প্রথম এএফডি-র কোনও সংসদ সদস্য জার্মানি আইনসভায় ঠাঁই পাবেন। অভিবাসী ইস্যুতে সরকারের অবস্থানের বিরোধিতা করে তুমুল জনপ্রিয়তা পাওয়া দলটি ইতিমধ্যে বিভিন্ন আঞ্চলিক সরকারে আসন পেয়েছে। জনপ্রিয়তার কারণে এবার বুন্দেস্টাগেও তারা ভালো করবে বলে ধারণা করা হচ্ছে। কোনও কোনও সমীক্ষায় বলা হচ্ছে, জার্মান পার্লামেন্টে দলটি এবার তৃতীয় সর্বোচ্চ আসনের অধিকারি হবে। এর বাইরে বামপন্থী ডি লিঙ্কে, গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্রেটস (এফডিপি) পার্টির সদস্যরা বুন্দেস্টাগে আসন পেতে পারেন।