মার্কিন কূটনীতিক প্রত্যাহারে তাড়াহুড়া: নিন্দা করল কিউবা
জোসেফিনা ভিদাল
কিউবার মার্কিন দূতাবাসে নিযুক্ত অর্ধেকেরও বেশি কূটনীতিককে প্রত্যাহারের বিষয়ে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তার নিন্দা করেছে হাভানা।
কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিষয়ক বিভাগের প্রধান জোসেফিনা ভিদাল আজ (শুক্রবার) বলেছেন, “মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশটির সরকার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে আমরা তাকে ‘চটজলদি সিদ্ধান্ত’ বলে মনে করছি এবং এ সিদ্ধান্ত দু দেশের সম্পর্কে ওপর প্রভাব ফেলবে।”
মার্কিন সিবিএ টেলিভিশন চ্যানেল গতকাল জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবা থেকে শতকরা ৬০ ভাগের মতো কূটনীতিক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কিউবায় নিযুক্ত কূটনীতিকদের একটা বিরাট অংশ রহস্যজনক রোগে আক্রান্ত হওয়ার পর ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়েছে। কিউবা বলছে, তারা এই স্বাস্থ্যগত জটিলতার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখনো রহস্যজনক রোগের কারণ খুঁজে বের করতে পারে নি।#