পবিত্র হজ পালন শেষে ৬০ হাজারেরও বেশি হজ যাত্রী সৌদী আরব থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন।
আগামী ৫ অক্টোবরের মধ্যে সব হাজী বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবে বলে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ এক বুলেটিন বার্তায় জানায়, আজ পর্যন্ত ৬০ হাজার ১৫২ জন হজ যাত্রী সৌদী আরব হতে দেশে ফিরছেন। এবারের হজ পালন করতে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন সৌদী আরব গেছেন। এরমধ্যে সৌদী আরবে বাংলাদেশের ১৩৫ হজ যাত্রী ইন্তেকাল করেছেন।
সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদী আরব থেকে প্রাপ্ত তথ্যে আরো জানা যায়, এ পর্যন্ত গত ৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বিমান ও সৌদী এয়ার লাইন্স ১৭২ ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করে। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স ৮০টি ও সৌদী এয়ারলাইন্স ৯২ টি হজ ফ্লাইট পরিচালনা করে বলে হজ অফিস সুত্রে জানা যায়। মোট ৩৭০টি হজ ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমান ১৯১টি ও সৌদী এয়ার লাইন্স ১৭৯টি হজ ফ্লাইট পরিচালনা করবে।
এবছর সৌদী আরবে বাংলাদেশের ১৩৫ জন হজ যাত্রীর মধ্যে ২৯ জন মহিলা রয়েছেন। বাংলাদেশের হজ যাত্রীর মধ্যে মক্কায় ১০২ জন , মদিনায় ১৫ জন, জেদ্দায় ২জন ও মিনায় ১৬ জন ইন্তেকাল করেন।
হজ অফিস জানায়, বৃহস্পতিবার দিনাজপুর জেলার মো. কাশেম আলী (৭৭) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বরঃ বি এন ০২০৯০৩২।