Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » চাঁদ ও মঙ্গলের পৃষ্ঠের নীচে থাকা লাভা-টিউবে গড়ে উঠতে পারে মানব বসতি, দাবি বিজ্ঞানীদের





চাঁদ ও মঙ্গলের পৃষ্ঠের নীচে থাকা লাভা-টিউবে গড়ে উঠতে পারে মানব বসতি, দাবি বিজ্ঞানীদের
মঙ্গলগ্রহের পৃষ্ঠের নীচে রয়েছে এমন লাভা-টিউব, দাবি বিজ্ঞানীদের

লন্ডন: চাঁদ ও মঙ্গলগ্রহের পৃষ্ঠের নীচে একদা বহমান লাভাস্রোতের দ্বারা তৈরি টিউব বা সুড়ঙ্গে মানব বসতি গড়ে উঠতে পারে বলে জানালেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, ওই টিউবগুলি এতটাই বিশাল যে, সেখানে অনায়াসে বাড়ি, সড়ক এমনকী শহর নির্মাণও সম্ভব।

প্রসঙ্গত, এধরনের লাভা টিউব পৃথিবীতেও পাওয়া যায়। হাওয়াই, আইসল্যান্ড, অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড, সিসিলি এবং গালাপাগোস দ্বীপপুঞ্জে এর দেখা মেলে। এই টিউব নেটওয়ার্ক অনেক ক্ষেত্রে দৈর্ঘ্যে ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ইতালির পাদোভা বিশ্ববিদ্যালয় ও বলোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, বিভিন্ন মহাকাশ অভিযানের মাধ্যমে মেলা চিত্র দেখে পরিষ্কার যে, চন্দ্র ও মঙ্গলে এধরনের একাধিক ভেঙে পড়া গুহা এবং ‘স্কাইলাইট’ রয়েছে।

ডিজিটাল টেরেন মডেল প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা সর্বপ্রথম পৃথিবী, চন্দ্র ও মঙ্গলরে লাভা টিউবের তুল্যমূল্য বিচার করেন। তাঁদের দাবি, এই লাভা-টিউবের ওপর মাধ্যাকর্ষণ শক্তির প্রচুর প্রভাব রয়েছে।
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post