বাংলাদেশের ২৫০ মিলিয়ন ডলার আর্জি বিশ্বব্যাঙ্কের কাছে
: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য পরিষেবার জন্য বিশ্বব্যাঙ্কে
কাছে ২৫০ মিলিয়ন ডলার সাহায্য চেয়ে আর্জি বাংলাদেশের। সোমবার সচিবালয়ে দুর্যোগ ও মহামারী মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি এবং বিশ্বব্যাংকের সহায়তাবিষয়ক এক সভায় বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এই আর্জি জানান।
রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে বাংলাদেশের আবেদনকে মানবিক ভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাঙ্কের হিউম্যান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের প্রধান মুকেশ চাওলা। সোমবারের সভায় মুকেশ চাওলা জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাদ্য, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করে সফলভাবে করেছে বাংলাদেশের প্রশাসন। এর আগে ইবোলা ও জিকা ভাইরাস ঠেকাতে বাংলাদেশের সাফল্য সঙ্গে কাজ করেছে।
সোমবার সচিবালয়ের সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি ড: এন পারারিনথরন রোহিঙ্গাদের স্বাস্থ্য পরিষেবার জন্য হাসিনার সরকারের ভূয়োসী প্রশংসা করেন। ড: এন পারারিনথরন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোহিঙ্গাদের জন্য মানবিক পদক্ষেপ আজ সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে। হাসিনার নির্দেশে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা শরণার্থীকেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা শুরু হয়েছে। এই বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা পরিষেবার চালু রাখতে প্রয়োজন বিপুল অর্থ। শরণার্থীর স্বাস্থ্যের জন্য চিকিৎসা পরিষেবা দ্রুত কার্যক্রম করার জন্য ঢাকার অর্থ সাহায্য চাওয়া বিশ্বব্যাঙ্কের কাছে।