রোহিঙ্গা গ্রাম জ্বলছে, সুচির দাবির সঠিক নয় : অ্যামনেস্টি
মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমান অধ্যুষিত গ্রামগুলো জ্বালিয়ে দেয়া অব্যাহত রেখেছে সামরিক বাহিনী। দেশটির কার্যত সেতা অং সান সুচি সম্প্রতি এক বক্তব্যে দাবি করেছেন, রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান শেষ হয়েছে। তারপরও রোহিঙ্গা গ্রামগুলো জ্বালিয়ে দেয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
গতকাল (শুক্রবার) এক প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে, স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ইমেজে দেখা গেছে- মুসলিম অধ্যুষিত গ্রামগুলো থেকে ধোঁয়া উড়ছে। স্যাটেলাইটের এ ছবি ও অ্যামনেস্টির প্রতিবেদন মূলত সুচির দাবিকেই চ্যালেঞ্জ করল।
অ্যামনেস্টির এ প্রতিবেদনে বলা হচ্ছে- মিয়ানমারের কর্মকর্তারা এটাই প্রতিষ্ঠা করতে চাইছেন যে, রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের কোনো ঘর-বাড়ি ছিল না। সংস্থার ক্রাইসিস রেসপন্স বিভাগের পরিচালক তিরানা হাসান বলেন, গত ৫ সেপ্টেম্বর রাখাইনে সামরিক অভিযান শেষ হয়েছে বলে মিয়ানমারের নেত্রী অং সান সুচি বিশ্বকে যে তথ্য দিয়েছেন তা মিথ্যা প্রমাণিত হলো।#