Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ওয়েস্ট ব্রমকে ২-০ গোলে পরাজিত করেছে আর্সেনাল





ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা ভালো যাচ্ছে না আর্সেনালের। তবে ঘরের মাঠে ঠিকই দারুণ ছন্দে রয়েছে গানাররা। সোমবার রাতে হোম ম্যাচে ওয়েস্ট ব্রমকে ২-০ গোলে পরাজিত করেছে আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের জয়ে জোড়া গোল করেন নতুন রিক্রুট আলেকজান্ডার ল্যাকাজেত। এই নিয়ে ২০১৭-১৮ মৌসুমে ঘরের মাঠে লিগের তিনটি ম্যাচেই জয় পেল আর্সেন ওয়েঙ্গারের দল।
ঘরের মাঠে আর্সেনালের আগের দুটি জয়েও গোল করেছিলেন ল্যাকাজেত। ২০তম মিনিটে তার গোলেই লিড নেয় গানাররা। অ্যালেক্সিস সানচেজের ফ্রি-কিক ওয়েস্ট ব্রম গোলরক্ষক বেন ফস্টার লাফিয়ে ঠেকিয়ে দিলে ক্রসবারে লেগে ফিরে আসে বলে। ফিরতি বলে গোলমুখ থেকে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড ল্যাকাজেত।
অবশ্য এর আগেই এগিয়ে যেতে পারতো ওয়েস্ট ব্রম। সপ্তম মিনিটে আর্সেনালের বক্সের ভেতরে জে রদ্রিগেজকে বাজে ট্যাকলে ফেলে দেন শুদরান মোস্তাফি। সফরকারীরা পেনাল্টির দাবি তুললেও রেফারি তাতে কর্ণপাত করেননি।
বিরতির পর আর্সেনালের জয় নিশ্চিত করেন ল্যাকাজেত। বাইলাইনের কাছে অ্যারন রামসেকে ফেলে দেন অ্যালান। ফলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি ল্যাকাজেত। লিঁও থেকে আর্সেনালে যোগ দেয়ার পর ইংলিশ লিগে গানারদের হয়ে এটি এই ফরাসি তারকার চতুর্থ গোল।
এই জয়ের পরও ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে আর্সেনাল। ৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ব্রমের অবস্থানে দ্বাদশ নম্বরে। ১৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি শীর্ষে এবং সমান পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post