Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর





  ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর


বাংলাদেশের শিরোনাম:

বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী- দৈনিক মানবজমিন
রোহিঙ্গা ইস্যুতে ভারত-চীনের বক্তব্য গ্রহণযোগ্য নয়: শেখ হাসিনা- দৈনিক প্রথম আলো
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: গণহত্যার নিন্দা না করায় ক্ষোভ ফখরুলের- দৈনিক সমকাল
রোহিঙ্গা সংকট: বাংলাদেশের সঙ্গে আলোচনার প্রস্তাব মিয়ানমারের- দৈনিক যুগান্তর
, আশ্রয় ও শৌচাগারের ভয়াবহ সঙ্কটে রোহিঙ্গারা- দৈনিক ইত্তেফাক
উখিয়ায় ত্রাণ ও পুনর্বাসনে কাজ শুরু করছে সেনাবাহিনী- দৈনিক ইনকিলাব অনলাইন
কুয়ালালামপুরের আন্তর্জাতিক গণ-আদালতের রায়: গণহত্যার দায় সু চি সরকারের-দৈনিক যায়যায়দিন

কুয়ালালামপুরের আন্তর্জাতিক গণ-আদালতের রায়: গণহত্যার দায় সু চি সরকারের-দৈনিক যায়যায়দিন



প্রতীকী বিচারে মিয়ানমারের অং সান সু চি সরকার ও দেশটির সামরিক বাহিনীকে গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে 'দোষী সাব্যস্ত' করেছে কুয়ালালামপুরের 'আন্তর্জাতিক গণ-আদালত'।

মিয়ানমারের রোহিঙ্গা, কাচিন, কারেনসহ বিভিন্ন সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ২০০ মানুষের জবানবন্দি শুনে এবং বিভিন্ন তথ্যচিত্র ও বিশেষজ্ঞ মতামত পর্যালোচনা করে রোমভিত্তিক সংগঠন পার্মানেন্ট পিপলস ট্রাইব্যুনালের (পিপিটি) সাত 'বিচারকের' প্যানেল শুক্রবার এই রায় ঘোষণা করে। মালয়েশিয়ার স্টার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মালয় ইউনিভার্সিটির আইন অনুষদে গত ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিন এই গণ-আদালতের শুনানি চলে।

ট্রাইব্যুনালের সভাপতি আর্জেন্টিনার সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের প্রতিষ্ঠাতা দানিয়েল ফিয়েরেস্তেইন শুক্রবার গণ-আদালতের প্রতীকী 'রায়' ঘোষণা করে বলেন, তাদের বিচার মিয়ানমারের শাসকগোষ্ঠী গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে।
ভারতের শিরোনাম:

পাকিস্তান তো টেররিস্তান! তোপ দিল্লির-দৈনিক আনন্দবাজার
, অপপ্রচারে নজর রাখুন: মমতা- দৈনিক আজকাল
মুকুলের গতিবিধির উপর নজর রাখছে দল, জানালেন পার্থ- দৈনিক বর্তমান
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী- দৈনিক মানবজমিন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সঙ্গে কোন রাজনৈতিক সমঝোতার কথা নাকচ করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে কেউ যেন এ ধরনের প্রস্তাব নিয়ে না আসে। গতকাল রাত ৮টা ও নিউইয়র্ক সময় সকালে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা সন্ত্রাস ও হত্যার রাজনীতির সঙ্গে জড়িত আমি তাদের কাছে ফিরে যেতে আগ্রহী নই। তাই বিএনপি’র সঙ্গে রাজনৈতিক সমঝোতার প্রস্তাব দেয়া কারো উচিত হবে না। যারা হত্যা ও সন্ত্রাসের রাজনীতি, বঙ্গবন্ধুর বর্বরোচিত হত্যাকান্ড এবং দেশকে ধ্বংসে বিশ্বাসী তাদের সঙ্গে কোন রাজনৈতিক সমঝোতা হতে পারে না। তিনি বলেন, যারা আমার বাবা-মাকে হত্যা করেছে তাদের সঙ্গে কখনও সমঝোতা হতে পারে না।

রোহিঙ্গা ইস্যুতে ভারত-চীনের বক্তব্য গ্রহণযোগ্য নয়: শেখ হাসিনা- দৈনিক প্রথম আলো


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে ভারত ও চীন যা বলছে, তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, তাদের (ভারত ও চীন) কূটনীতিকেরা রোহিঙ্গাদের দুর্দশা দেখেছেন এবং আমরা দেখেছি যে, রোহিঙ্গাদের প্রতি তাঁরা অত্যন্ত সহানুভূতিশীল।’

আজ শুক্রবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মানবিক সহায়তা নিয়ে ভারত ও চীন এগিয়ে এসেছে এবং তারা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছে।’

শেখ হাসিনা বলেন, শরণার্থীদের দুর্দশা দেখতে ঢাকায় অবস্থানরত সব কূটনীতিকেরা কক্সবাজারে রোহিঙ্গাদের শিবিরে গিয়েছেন। তাঁরা তাঁদের (রোহিঙ্গা) সঙ্গে কথা বলেছেন।...তাঁরা সবাই রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের আট লাখ নাগরিককে আশ্রয় দেওয়ার পর খাদ্য, বাসস্থান, জরুরি ত্রাণ এবং তাঁদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশকে জটিল সংকট মোকাবিলা করতে হচ্ছে।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: গণহত্যার নিন্দা না করায় ক্ষোভ ফখরুলের- দৈনিক সমকাল


জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারে গণহত্যার নিন্দা না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি বলেছেন,  'প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন। কিন্তু মিয়ানমার সরকার যে গণহত্যা চালাচ্ছে, সে কথাটা একবারও বলেননি। এর অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী মূল জায়গায় যাচ্ছেন না। এই মুহূর্তে মূল জায়গায় যাওয়া সবচেয়ে বেশি দরকার।'

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (জেটেব) উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি জেটেবের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিও উদ্বোধন করেন।

মির্জা ফখরুল বলেন, 'পুরো জাতিকে সঙ্গে নিয়ে আজ যদি প্রধানমন্ত্রী কথা বলেন, মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করেন এবং দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের কথা বলেন, তাহলেই শুধুমাত্র দেশটি গণহত্যা বন্ধ করতে বাধ্য হবে। কঠোরভাবে প্রতিবাদ না করলে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হবে না।'

রোহিঙ্গা সংকট: বাংলাদেশের সঙ্গে আলোচনার প্রস্তাব মিয়ানমারের- দৈনিক যুগান্তর


রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে মিয়ানমার। আান্তর্জাতিক চাপের মুখে রাখাইনে সহিংসতা শুরু হওয়ার প্রায় এক মাস পর এমন প্রস্তাব দিল দেশটি। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে বৃহস্পতিবার মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং টুনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর বৈঠকে মিয়ানমার এ প্রস্তাব দেয়। নিউইয়র্কে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে।

নিউইয়র্কে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অবিলম্বে সহিংসতা বন্ধ করতে বলা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পাঁচ দফা তার ভাষণে উল্লেখ করেছেন তার ওপর ভিত্তি করে এ সমস্যার সমাধান হতে পারে। বৈঠকে মিয়ানমারের উপদেষ্টা জানান, তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে বসতে চায়।

পানি, আশ্রয় ও শৌচাগারের ভয়াবহ সঙ্কটে রোহিঙ্গারা- দৈনিক ইত্তেফাক


মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশ সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিভিন্ন সংগঠন ও ব্যক্তির কাছ থেকে বিপুল ত্রাণ পেলেও তাদের আশ্রয় মিলছে না এখনো। অনেকে এখনো মাথা গোঁজার স্থানের অভাবে খোলা আকাশের নিচে বাস করছে। এতে রোদ, বৃষ্টিতে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে। রোহিঙ্গাদের জন্য নির্ধারিত নতুন আশ্রয় শিবিরের নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। আজ শনিবার থেকে জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থাকে সহযোগিতায় মাঠে নামতে পারে সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার উখিয়ার পালংখালী সড়কের পাশে কথা হয় মংডুর রাথিডং এলাকা থেকে পালিয়ে আসা হোসনে আরার সাথে। তিনি তার চার সন্তান নিয়ে সড়কের পাশে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছেন। সেখানে বেশ কয়েকটি ত্রাণের প্যাকেট দেখা গেল। তিনি বলেন, তারা এক সপ্তাহ আগে বাংলাদেশে এসেছেন। একটি পাহাড়ে পলিথিনের ছাউনি বানিয়ে সাময়িক আশ্রয় নিয়েছিলেন। কিন্তু পাহাড় থেকে সবাইকে সরে যেতে বলায় তারা বিপাকে পড়েন। বালুখালী এলাকায় কথা হয় হাফেজ রহিমুল্লাহ সঙ্গে। তিনি জানান, অনেক লোক ও সংস্থা ত্রাণ দিচ্ছে। তবে থাকার জায়গা নেই।

উখিয়ায় ত্রাণ ও পুনর্বাসনে কাজ শুরু করছে সেনাবাহিনী- দৈনিক ইনকিলাব অনলাইন


উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সুষ্ঠু ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণে কাজ শুরু করেছে সেনাবাহিনী। আজ শনিবার সকাল থেকে তারা কাজ শুরু করে।

নিজ দেশে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের জন্য সরকার উখিয়ায় যে ২ হাজার একর জমি নির্ধারণ করে দিয়েছে সেখানে সেনাবাহিনী তৈরি করবে ১৪ হাজার শেড। এসব শেডের প্রতিটিতে ৬ জন করে ৮৪ হাজার পরিবারকে বসবাসের সুযোগ করে দেওয়া হবে। শেড নির্মাণের পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনায়ও করছে সেনাবাহিনী। জেলা প্রশাসন এতে সমন্বয় করবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, উখিয়ার ৭১ কিলোমিটার জুড়ে বসানো হয়েছে ১২টি চেকপোস্ট। ২২টি মোবাইল টিম কাজ করছে। তারা সাজা দিয়েছে ২১২ দালালকে। আগত রোহিঙ্গারা যাতে সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে চেকপোস্টগুলোতে ৫ হাজার ১১৯ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গাদের ঢল নামার পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তারা নানা কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।


আরাকানে শান্তিরক্ষী নিয়োগ করতে হবে : ইসলামী ঐক্যজোট-


মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী ঐক্যজোট। আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ শেষে পল্টন মোড় ও আশেপাশের সড়কে বিক্ষোভ করে তারা। মিছিল-সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

সমাবেশে প্রধান বক্তা ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, মিয়ানমারের সামরিক জান্তা জাতিগত নিধন চালাচ্ছে। সেখানে মুসলিমদের রক্তে রঞ্জিত হয়ে গেছে। সেখানে শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষিবাহিনী নিয়োগ করতে হবে এবং নিরাপদ জোন গড়ে তুলতে হবে।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মুফতি আবু তৈয়ব হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, ভাইস-চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেম, যুগ্ম-মহাসচি মাওলানা শেখ লোকমান হোসাইন প্রমুখ।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

পাকিস্তান তো টেররিস্তান! তোপ দিল্লির-দৈনিক আনন্দবাজার


রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার কক্ষ পরিণত হল ভারত-পাকিস্তান বাগযুদ্ধের মঞ্চে। একদিকে সন্ত্রাস প্রশ্নে চাঁছাছোলা ভাষায় পাকিস্তানকে আক্রমণ করল ভারত। ইসলামাবাদের তোলা কাশ্মীর নিয়ে অভিযোগের উত্তরে পাকিস্তানকে ‘টেররিস্তান’ হিসেবে উল্লেখ করা হল। অন্য দিকে কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের কাছে বিশেষ দূত নিয়োগের দাবি জানিয়ে ইসলামাবাদের বক্তব্য, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে এলাকাভিত্তিক যুদ্ধ চালিয়ে যায়, তবে তার সমুচিত জবাব দেওয়া হবে।

এই যুদ্ধংদেহি বাতাবরণে পাকিস্তান আজ ডেকে পাঠিযেছে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বেওয়ালেকে। অভিযোগ, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছেন ৬ পাক নাগরিক। আজ রাষ্ট্রপুঞ্জে ভারতীয় মিশনের সচিব এনাম গম্ভীর একটি বিবৃতিতে বলেছেন, ‘পাকিস্তান তার স্বল্প ইতিহাসের মধ্যেই তাদের ভূগোল এমন ভাবে গড়ে তুলেছে, যা সন্ত্রাসের সঙ্গে সমার্থক! পবিত্রতার জন্য তৈরি হওয়া ভূমি আসলে সন্ত্রাসের জন্য তৈরি হওয়া ভূমিতে পরিণত হয়েছে। পাকিস্তান এখন টেররিস্তান! যেখানে সন্ত্রাসের কারখানার বাড়বাড়ন্ত হচ্ছে এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের রফতানিও ঘটছে।’’

কুৎসা, অপপ্রচারে নজর রাখুন: মমতা- দৈনিক আজকাল


‘‌আমাদের বিরুদ্ধে মিথ্যে কথা বলা হচ্ছে। বিসর্জন নিয়ে অপপ্রচার চলছে। নানা গুজব রটিয়ে দেওয়া হচ্ছে। দশমীতে বিসর্জন নিয়েও আমাদের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। কোর্ট যে–‌রায় দিয়েছে, তার মধ্যে থেকেই আমি পথ বের করে নেব। এটা আমার প্রতিজ্ঞা। আপনারা কোনও চিন্তা করবেন না। প্রশাসন পাশে আছে। উৎসব শান্তিপূর্ণভাবে রক্ষা করব। উৎসবের সময় কুৎসা, অপপ্রচারে নজর রাখতে হবে। আমি কোনও গোলমাল হতে দেব না। বাইরে থেকে শত্রুরা এসে ঝামেলা করতে পারে।’‌ শুক্রবার দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপে পুজো উদ্বোধন করতে গিয়ে এভাবেই বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তঁাকে দেখতে প্রতিটি মণ্ডপে উপচে পড়েছিল ভিড়। সেলিমপুর থেকে এদিন উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী। যান বাবুবাগান, ৬৬ পল্লী, বাদামতলা, বকুলবাগান, অবসর, ৭৫ পল্লী, প্রিয়নাথ মল্লিক লেনে দক্ষিণ কলকাতার সার্বজনীন পুজোমণ্ডপে। সঙ্গে ছিলেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, রতন দে। ‌বিভিন্ন মণ্ডপে মমতা সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, বহিরাগতরা যাতে কুৎসা ও অপপ্রচার করতে না পারে তার দিকে নজর রাখতে হবে।

মুকুলের গতিবিধির উপর নজর রাখছে দল, জানালেন পার্থ- দৈনিক বর্তমান


মুকুল রায় দিল্লি যান, রাজ্যে ঘুরে বেড়ান, তাঁর গতিবিধির উপর নজর রাখছে দল। জানিয়ে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর ঘনঘন দেখাসাক্ষাৎ ভালো চোখে দেখছে না তৃণমূল, এটাই প্রত্যাশিত! শুক্রবার দলের মহাসচিব যেভাবে মুকুলের দিল্লি যাত্রার উদ্দেশ্য নিয়ে খোঁচা দিয়েছেন, তা এককথায় নজিরবিহীন। বছর দুই আগে দলের সঙ্গে মুকুলের বিচ্ছেদ পর্বেও দলীয় মুখপাত্রের তরফে এমন কড়া প্রতিক্রিয়া মেলেনি। যদিও সতীর্থের মন্তব্য নিয়ে পালটা কিছু না বলে এদিন দিল্লি থেকে ফিরেই অনুগামীদের আয়োজিত দুর্গাপুজো উদ্বোধনে নিজেকে ব্যস্ত রাখলেন মুকুল।

দলে তাঁকে উপেক্ষা করা হলেও, সাংগঠনিক পদ কেড়ে নেওয়ার পর থেকে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্কের দ্রুতহারে অবনতি শুরু হয়েছে। তাঁর প্রিয় খেলা ক্রিকেটের অনুষঙ্গে ‘উইকেটে টিকে থাকা’ নিয়ে মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছিলেন তৃণমূলের সদ্য প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল। তাঁর সেই ইঙ্গিতবহ মন্তব্য বস্তুত লুফে নিয়ে মুকুলকেই বিঁধেছিলেন পার্থ। দলের শৃঙ্খলারক্ষার বার্তা দিতে পার্থ ক্রিকেটীয় পরিভাষাই ব্যবহার করেছিলেন। এদিন আরও একধাপ এগিয়ে ফের তিনি বলেন, দলের একজন কর্মসমিতির সদস্য ইঙ্গিতবাহী মন্তব্য করলে, দল তাঁর উপর নজর তো রাখবেই।






«
Next
Newer Post
»
Previous
Older Post