অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের বেহাল দশা নিয়ে ভাজ্জির ট্যুইটের জবাব দিলেন ক্লার্ক
নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ ইতিমধ্যেই ৩-০ হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। বাকি দুটি ম্যাচ হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। কিন্তু যেভাবে ভারতীয় দল খেলছে তাতে হোয়াইট ওয়াশের ভ্রুকুটি অস্ট্রেলিয়ার সামনে। প্রথম তিনটি ম্যাচে সেভাবে ভারতকে চাপের মুখে ফেলতেই পারেনি স্টিভেন স্মিথের দল। এই অসি দলকে দেখে রীতিমতো হতাশ ভারতের সিনিয়র অফস্পিনার হরভজন সিংহ। ট্যুইটারের মাধ্যমে তিনি কটাক্ষ করলেন অস্ট্রেলিয়ার দলকে। তিনি প্রাক্তন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ককে অবসর ভেঙে ফিরে আসার কথা বললেন।
নিজে যখন ভারতীয় দলে খেলতেন তখন অস্ট্রেলিয় ক্রিকেটারদের সঙ্গে হরভজনের প্রতিদ্বন্দ্বিতা বেশ উপভোগ্য হয়ে উঠত। এখন অসি টিমের বেহাল দশা নিয়ে মাইকেল ক্লার্ককে তিনি বলেছেন, তোমার অবসর ভেঙে ফিরে আসার দরকার হয়ে পড়েছে দেখছি। সেরা ব্যাটসম্যান তৈরির যে সময় অস্ট্রেলিয়ার ছিল, তা শেষ হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। ব্যাটসম্যানদের বেহাল দশা।